সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার মজিদপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেল সাভার উপজেলার মজিদপুর এলাকার হেলাল মিয়ার ছেলে। তিনি সাভার থানা যুবলীগের সাবেক সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে সরাসরি অংশ নেন ল্যাংড়া সোহেল। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “সোহেল রানার বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।”