× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে নির্বাচনী আচরণবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাকিব আলী (কুষ্টিয়া) দৌলতপুর প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৬, ১৭:০৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৫ কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে নির্বাচনী আচরণবিধি বিষয়ক এক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(১২ জানুয়ারি ২০২৬) সোমবার দৌলতপুরে তার নিজ বাসভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি মেনে চলা সকল নেতাকর্মীর নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও শালীন রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে। তাই দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে । কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে না জড়িয়ে জনগণের আস্থা অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য।

কর্মশালায় দৌলতপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন—প্রাগপুর, খাস-মথুরাপুর, আদাবাড়িয়া, রামকৃষ্ণপুর ও চিলমারীর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গীকার। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই হবে জনগণের প্রত্যাশা পূরণের প্রথম শর্ত।

কর্মশালায় দৌলতপুরে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে বিএনপির সাংগঠনিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মত দেন উপস্থিত নেতৃবৃন্দ।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.