× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীর মুক্তিযোদ্ধাদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চায় ,আবুল কালাম আজাদ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আমি বীর মুক্তিযোদ্ধাদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ওরা কিসের জোরে কথা বলে তা আমাদের খুঁজে বের করতে হবে। বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল খালেক মন্ডল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.