× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

কবি নজরুল কলেজ প্রতিনিধি:

২০ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।


রবিবার (১৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক(সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেয়া হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম ইমরান মীর, মো: মেহেদী হাসান, মো: মোতালেব এবং সদস্য হাইয়ুল আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের কার্যক্রম নিয়ে অত্যন্ত কনসার্ন। যারা দীর্ঘদিন ধরে ইনঅ্যাকটিভ তাদেরকে সতর্ক করতেই এই কার্যক্রম। এটি কেবল সূচনা মাত্র পর্যায়ক্রমে আরও ইনঅ্যাকটিভ সদস্যের পদ স্থগিত করা হবে।


কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয় প্রোগ্রামে অসহযোগিতা করার জন্য তাদের পদ স্থগিত করা হয়েছে । যদি তারা সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় হয় তবে ফিরে আসার সুযোগ আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.