× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের আগে একটি দল মানুষদের ঠাকাচ্ছে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি ২০২৬, ১৫:০২ পিএম

ছবি: সংগৃহিত

নির্বাচনের আগে একটি দল মানুষদের ঠাকাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই, এখানে কারা (মাঠে উপস্থিত) ওমরা বা হজ করে এসেছেন, হাত তোলেন।

তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তার মধ্যে থেকে একজনকে মঞ্চে আনা হয় এবং তারেক রহমান তাকে জিজ্ঞাসা করেন- আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? তখন ওই ব্যক্তি বলেন- আল্লাহ, আল্লাহ।

তারেক রহমান আরও বলেন, আমরা সবাই মুসলমান। এই দিন-দুনিয়ার যা দেখি, এই পৃথিবীর মালিক কে? তখন হজকারী ব্যক্তি বলেন-আল্লাহ। এই সূর্য, নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ।

তারেক রহমান বলেন, আপনারা সবাই সাক্ষী দিলেন- দোযখ, বেহেশতের মালিক আল্লাহ। এই পৃথিবী, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিবো, ওই দেবো, বেহেস্তের টিকিট দিবো, বলছে না?

তিনি আরও বলেন, যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, তাহলে কি শিরক করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু মাত্র আল্লাহর। কাজেই আগে তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে কেমন ঠকাবেন, এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ।

তারেক রহমান আরও বলেন, একটি দলের নেতারা বলছেন অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ১৯৭১ সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। মা-বোনরা সম্মাম হারিয়েছে। কাজেই তাদেরকে বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে।








Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.