× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘ ১৫ বছর ধরে এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে - মির্জা ফখরুল

মাহমুদ খান, সিলেট

২২ জানুয়ারি ২০২৬, ১৫:৪৪ পিএম

ছবি: সংগৃহিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সিলেট সেই সিলেট, যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর জন্ম হয়েছে। এই সিলেট সেই সিলেট, যেখানে আপনাদের উন্নয়নের নেতা সাইফুর রহমান জন্মগ্রহণ করেছেন। এই সিলেট সেই সিলেট, যেখানে অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন ইলিয়াস আলী। দীর্ঘ ১৫ বছর ধরে এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি।

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই আলিয়া মাদ্রাসা মাঠে বহুবার এসেছেন আমাদের গণতন্ত্রের মা, আমাদের সকলের মা, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন—সেই মহীয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ বারবার সেই স্মৃতি মনে পড়ছে। সময় কম, আমি পুরো সময়টাই আমার নেতাকে দিতে চাই। তবে আপনাদের শুধু এটুকু বলতে চাই—সবসময় মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তার মূল দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, তার দর্শন ছিল উন্নয়ন।
তিনি বলেন, সেই পতাকা প্রথম তুলে ধরেছিলেন শহীদ জিয়া। পরে সেই পতাকা বহন করে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আজ সেই পতাকা আমাদের নেতা তারেক রহমানের হাতে। আজ এই পতাকা নিয়ে তারেক রহমান সিলেট থেকেই তার যাত্রা শুরু করেছেন। এই যাত্রা কোনো সাধারণ যাত্রা নয়। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। এই যাত্রা হচ্ছে তারেক রহমানের চিন্তা ও পরিকল্পনার মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা পেছনে ফিরে তাকাই না, আমরা সামনে এগিয়ে যাই। কিন্তু আজ একটি রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা কথা বলছে, কুৎসা রটনা করছে। এই দলটাকে আপনারা ভালো করেই চেনেন। এই দল বাংলাদেশের স্বাধীনতাকেই বিশ্বাস করেনি। এরা পাকিস্তানের দালাল ছিল। আজ আবার নতুন করে তারা বলতে শুরু করেছে, তারাই নাকি বাংলাদেশ নতুন করে গড়বে। আমাদের এসব ব্যক্তি ও দলের ব্যাপারে সাবধান থাকতে হবে, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়।
তিনি বলেন, বন্ধুগণ, আজ আবার নতুন করে লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। তারেক রহমান আমাদের নেতৃত্ব দিচ্ছেন। সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তাকে প্রধানমন্ত্রী করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.