× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, সেবক হিসেবে এমপি হতে চাই - বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল অনুযায়ি প্রচারনী সভা শুরু হয়। আইন অনুযায়ি প্রকাশ্যে নির্বাচনী সভায় শুরুর প্রথম দিনেই সভায় মানুষের ঢল নামে। শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতীক পাওয়ার পর তার প্রথম নির্বাচনী জনসভায় বলেছেন, আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, সেবক হিসেবে এমপি হতে চাই এবং আপনাদের সেবা করতে চাই। আমরা বিগত ১৭ বছর কষ্ট করে যেভাবে মজলুম হয়েছিলাম, আর কোন মজলুম থাকবে না ইনশাআল্লাহ।


সকল জালেম, অত্যাচারী, চাঁদাবাজ ও দখলদারকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এতে আমার শত বাঁধার মুখে পড়ে কষ্ট হলেও আমি আমার সত্য ও সুন্দর পথে চলবো। আর যারা অপরাধ করবে তারা আমার দলের বা দলের বাইরে অথবা আমার স্বজন যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না।


তিনি ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শেরপুর পৌর পার্কে দলীয় ধানের শীষ প্রতীক পাওয়ার পর তার নির্বাচনী প্রচারণার প্রথম জনসভায় এসব কথা বলেন।


শেরপুর সদর উপজেলা  বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আবু রায়হান রুপম প্রমুখ বক্তব্য রাখেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.