× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেকারদের জন্য ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করবো: ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমির

মো. ওয়াদুদ হোসেন :ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

২৪ জানুয়ারি ২০২৬, ১৪:০৮ পিএম

ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ)  নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। প্রথমত- কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। দ্বিতীয়ত- সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তৃতীয়ত সকল বৈষম্যের কবর রচনা করতে গণভোটে হ্যাঁ দিয়ে পাস করাতে হবে। কোনো একক দল নয়, জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে। এ সময় দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। সরকার গঠনের সুযোগ পেলে দেশের সবকটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। 

তিনি  আরো বলেন, উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে।  চাঁদা আমরা নিই না, নিতে দেব না ।

এ সময় অসম্মানের ভাতা নয়, বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও বলেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। আমরা বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবো জন সভায় জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। 

এর আগে সূচি অনুযায়ী পঞ্চগড় ও দিনাজপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির।

আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সফর করবেন। এরপর ঢাকায় ফিরবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.