× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রে‌া

২৬ জানুয়ারি ২০২৬, ১৩:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে দলের প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের ( জি এম কাদের) বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার হলো দলীয় সরকার। তাদের নিয়োগ কর্তা জামায়াতে ইসলামী। সে কারণে এই দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। এই নির্বাচনে যেহেতু সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না সেহেতু এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। ‎আওয়ামী লীগের মতো বড় একটি দলকে ভোটের বাইরে রেখে নির্বাচন কখনও গ্রহণযোগ্য হবে না।’


রোববার (২৫ জানুয়ারি) নগরীর সেনপাড়ার বাসবভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


জাপা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার নিজেরাই স্বীকার করেছে তাদের একটি গোষ্ঠী নিয়োগ করেছে, তাদেরকেই ড. ইউনূস অভিভাবক বলছেন। আর জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় এই সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকার দলীয় সরকার। সে কারণে বলছি দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনও সম্ভব হবে না। জামায়াত তো অনেকবার বলেছে ৫ আগস্টের আন্দোলন তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে। কিন্তু জনগণকে তারা বুঝতে দেয়নি জামায়াতের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সব কিছুর মধ্যে তারাই ছিল।’


জি এম কাদের বলেন, ‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। আমাদের অনেক নেতাকর্মী এখনও মিথ্যা মামলায় কারাগারে আছেন। অনেকে এখনও পালিয়ে বেড়াচ্ছেন। অনেক এলাকায় নেতাকর্মীদের না আসতে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আমরা বারবার অভিযোগ করেও কোনও প্রতিকার পাচ্ছি না।


এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আহ্বায়ক আজমল হক লেবু ও মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। তিন দিনের সফরে নিজ সংসদীয় রংপুর-৩ আসনে প্রচার-প্রচারণা শেষে বিকালে ঢাকায় চলে যান জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.