× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার(কক্সবাজার)

২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।


সোমবার (২৬ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও সংগ্রামের চেতনা তারেক রহমানের ধমনীতে প্রবাহিত হচ্ছে। তার নেতৃত্বেই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসবে।


তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পথসভায় বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.