আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী শহরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ও এর আশেপাশে সমবেত হবে অসংখ্য মানুষ। দলীয় নেতাকর্মীদের দাবি, এই দিনটি মানুষের কাছে পূর্বের ন্যায় আবারো স্মরণীয় হয়ে থাকবে জনসমুদ্রের ঢেউয়ের কারনে। প্রায় তিন থেকে চার লাখ মানুষ এই সমাবেশে উপস্থিত হবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা। বিশাল এই জনসমুদ্র সৃষ্টির কারণ একটাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও জিয়া পরিবারের গর্ব তারেক রহমানের উপস্থিতি। প্রায় তেইশ বছর পর রাজশাহীর একটি জনসভায় উপস্থিত হচ্ছেন তিনি। ঐদিন উপস্থিত দলের নেতাকর্মী ও সমর্থখদের সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলে জানায় দলীয় সূত্র।
এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে তিনি সর্বশেষ এসেছিলেন ২০০৩ সালে অনুষ্ঠিত দলের তৃণমূল নেতাকমৃীদের এক কর্মীসভায়। প্রায় দুইযুগ পর মাদ্রাসা ময়দানে তারেক রহমানের পুণঃবার উপস্থিতিকে ঘিরে দলের নেতাকর্মী আর সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস আর উদ্দীপনা কাজ করছে বেশকয়েকদিন ধরেই।
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য আনুসঙ্গিক বিষয়বস্তু পর্যবেক্ষন ও তদারকির জন্য গত ২৬ জানুয়ারি সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুসহ সংগঠণটির অন্যান্য নেতৃবৃন্দ মাদ্রাসা মাঠ ঘুরে দেখেন। ঐসময় মিনুর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঐতিহাসিক এই জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ২০০৩ সালে তারেক রহমানের সেই সফরকালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বাংলার কথা’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে অনেকেই করেছেন আবেগঘণ মন্তব্য। ঐছবিতে দেখাগেছে, তারেক রহমানের সাথে জনসভার মাঠে হাটছেন তৎকালিন বিএনপির অনেক তুখোর ও সুনামধন্য নেতারা। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ও জেলার নামধারী নেতৃবৃন্দও। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, রাসিকের সাবেক সিটি মেয়র ও এবারের সদর আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু, পুঠিয়া -দুর্গাপুর আসনের সাবেক এমপি প্রয়াত নাদিম মোস্তফা, মহানগর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সালেহ উদ্দিন বেবী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আজিজুর রহমান, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরো অনেকেই। ছবিটি শুধু যে কালেরসাক্ষি তাই শুধু নয়; এটি পরবর্তী ও নতুন প্রজন্মের জন্য উৎসাহ গর্ব ও রাজনৈতিক শিক্ষার একটি বিষয়বস্তুও বটে বলে মন্তব্য সমর্থকদের। ফেসবুকে ভাইরাল হওয়া সেই পোস্টের কমেন্ট (মতামত) বক্সে একজন এফবি ইউজার ১৯৮৩ সালের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখাগেছে বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার পাশে দাড়িয়ে থেকে দলীয় বক্তব্য দিচ্ছেন সাবেক তুখোর ছাত্রনেতা ও তৎকালিন মহানগর বিএনপির সভাপতি সালেহ উদ্দিন বেবী।
তারেক রহমান ও মিনুসহ ঐসময় উপস্থিত অন্যান্য নেতাকর্মীদের ২০০৩ সালের সেই ছবিটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অনেকেই লিখেছেন, “স্মৃতির মনিকোঠায় অম্লান স্মরণীয় এইক্ষণ। আজ অনেকে এই পৃথিবীতে নেই।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
