× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১২ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) :

২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি তথা ধানের শীষ মনোনীত প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের তথা বিএনপির ভূমিধস বিজয় অর্জন করবে।


তিনি বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে ও একই এলাকায় পৃথক নির্বাচনী পথসভায় বলেন, জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তিনি যোগ করেন, বিএনপি এমন একটি সরকার গঠন করবে যেখানে জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক হবে।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি মানুষের পছন্দ হয়, তাহলে তারা বিএনপিকে ভোট দেবে। তবে তিনি সতর্ক করেছেন, কিছু দল জনগণকে ভুল তথ্য দিয়ে প্রলোভন দিচ্ছে, তাই ভোটারদের সাবধান থাকতে হবে।

পথসভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য নেতা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.