× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেঁয়াজের সেঞ্চুরি, আলু ৭০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর)

২৭ অক্টোবর ২০২৩, ১৯:২৮ পিএম

রংপুরের বদরগঞ্জে পেঁয়াজের সেঞ্চুরি এবং আলু ৭০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, শিমসহ কিছু শীতের সবজির দাম যেন আকাশছোঁয়া। 

এতে হতাশ হয়ে পড়ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। তারা ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সবজি বিক্রেতাদের দাবি আর কয়েকদিন থাকার পর সবজির দাম কমবে। শীত আসলে তা আরও কমে আসবে। 

এদিকে সরকারি দাম নির্ধারণ করলেও মানছেন না কোনো পেঁয়াজ ও আলু ব্যবসায়ীরা। 

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আলু গত সপ্তাহে খুচরা বাজারে ৪৫ থেকে ৫২ টাকা বিক্রি হলেও তা বেড়ে ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির ডিমের হালি সপ্তাহ খানেক আগে ৫০ টাকা দরে বিক্রি হলেও তা বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অথচ এসব পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু সরকারে বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না পেঁয়াজ আলু ও ডিম। বাজারে প্রতি কেজি টমেটো ১০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। সিমও ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচকলা প্রতি হালি ৪০ টাকা, গাজরের কেজি ১১০ থেকে ১২০ টাকা, প্রতি পিস লাউ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকায়। চালকুমড়া কেজি  প্রতি ৪০ থেকে ৪৫ টাকা, বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে করলার দাম কিছুটা কমে আসছে। করলার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। কয়েকদিন আগে এর দাম ছিল ১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা। পোটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। লেবু প্রতি হালি ১৫ টাকা, ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ৬০-৭০ টাকা, ফুলকপি ৬০ টাকা, মুলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ৪ আঁটি লালশাকের দাম বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। মুলা শাক তিন আঁটি ২০ টাকা। পূইশাক আঁটি প্রতি ৩০ টাকা। ডাটা ২০ টাকা আঁটি।

শুক্রবার সকালে পৌর কাঁচাবাজারে এসে অনেক ক্রেতাকে হিমশিম খেতে দেখা গেছে। আব্দুর সালাম নামের এক চাকরীজীবী ক্রেতাকে দেখা গেছে বাজারে এসে দুইটি কাঁচকলা কিনতে। জানতে চাওয়া হলে তিনি বলেন, কি করবো ভাই। বেতন বাড়ে না। কিন্তু বাজারে এসে দেখি সবজিসহ নিত্যপণ্যের দাম শুধু বাড়ছেই। চলতে তো হবে। খাইতে তো হবে। তাই বাধ্য হয়ে দুইটা কাঁচকলা কিনছি। কাঁচকলার হালিও বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বাজারে আসা এক গৃহিনী একটি লাউ কিনতে এসে হতাশ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গৃহিনী বলেন, আমি ৫০ টাকা নিয়ে লাউ কিনতে এসেছি। কিন্তু একটি লাউর দাম চেয়েছে ৬০ টাকা। তাই লাউ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছি। 

তিনি আরও বলেন, বাজারে তরিতরকারির অনেক দাম। আমাদের যেই ইনকাম সেই ইনকাম দিয়া মাছ তো ভাল কথা তরকারিও খাইতে পারিনা। 

শামিম নামে এক শ্রমিক বলেন, সবজির দাম বাড়ছে। গত সোমবার এক হালি কাঁচকলা কিনছি ৩৫ টাকায়। বুধবার কিনেছি ৪০ টাকায়।

ভ্যানচালক রফিকুল বলেন, সারাদিন ভ্যান চলে যে টাকা ইনকাম করি। বাজারে ঢুকলে সেই টাকা দিয়ে ভালো কিছুই কিনতে পারি না। যেখানে আগে এক কেজি করে নিতাম। এখন সেখানে এক পোয়া করে কিনতে হচ্ছে। হামার গরিবের হইছে যত জ্বালা। বড়লোকরা তো ভালই খায় । দাম বাড়লেও কি কমলেও কি। আমরা গরীব মানুষরা ভালোমতো তরকারি নিয়া খাইতে পারিনা।

সবজি বিক্রেতা আব্দুল হাই ও সোলেমান বলেন, শাকসবজির দাম এখন অনেকটা কম। কিছু সবজির দাম না কমলেও অনেক সবজির দাম কমেছে। বুধবার থেকে সবজির দাম কমতে শুরু করেছে। সামনে শীত বাড়লে শাকসবজির দাম আরও কমবে বলেও দাবি করেন তারা। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ সংবাদ সারাবেলাকে বলেন, ‘বাজারে কেউ সিন্ডিকেট করে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.