× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীর পথে ঘাটে বিক্রি হচ্ছে মানহীন প্রসাধনী

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী

১৩ মে ২০২৪, ১২:২৩ পিএম

নরসিংদীর হাটে-ঘাটে, মাঠে ময়দানে এমনকি ছোট বড় মেলায় প্রকাশ্যেই অবাধে বিক্রি হচ্ছে মানহীন প্রসাধনী। আর এসব প্রসাধনী ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছেন, বিএসটিআই ছাড়া এসব প্রসাধনী ব্যবহারে স্কীনের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এগুলো পরিহার করার পরামর্শ দেন।

নিজেকে শ্রীবৃদ্ধি ও রুপ লাবন্য তৈরী করতে কে না চায়? বিশেষ করে নারীরা। এরজন্য দেশী-বিদেশী প্রসাধনী ব্যবহার করেই অনেকে নিজেকে লাবন্যে ভরিয়ে তুলেন। আবার সেই প্রসাধনী গুলো যদি হয় নিন্মমানের, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আর তেমনি বিষয় লক্ষ্য করা গেছে নরসিংদীর বিভিন্ন পথে ঘাটে।  নরসিংদীর বিভিন্ন হাটে-বাজারে, রাস্তা-ঘাটে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের মেলায় অবাধে বিক্রি হচ্ছে মানহীন প্রসাধনী। কোন প্রকার প্রশিক্ষণ বা বিষয়ভিত্তিক লেখাপড়া ছাড়াই বাসায় বসে নিজেরাই তৈরী করেন এসব প্রসাধনী। এর কোনটা বোতলজাত, আবার কোনটা প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের কাছে। উদ্যোক্তাদের তৈরী প্রসাধনীর মধ্যে রয়েছে মাথার তৈল, মূখের ব্রন পরিস্কার করার ক্রীম, মাথা ঠান্ডার তৈল, বিভিন্ন রকমের মেহেদী ও গোসলের সাবানসহ হরেক রকম প্রসাধনী। এসব পণ্যের গায়ে নেই কোনো উৎপাদন বা মেয়াধউর্ত্তীনের তারিখ। নেই কোন পণ্যের মূল্যও। এরপরও প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এসব প্রসাধনী। বিষয়টি নিয়ে কারো নেই নজরদারী।

তবে উদ্যোক্তাদের দাবী এসব পণ্য কোন ক্ষতি করেনা। আবার অনেকেই বলছেন মানসম্মত প্রসাধনী অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত। আর এসব মানহীন অনুমতিবিহীন প্রসাধনী জেনে-না জেনে মানবদেহের জন্য অনেক ক্ষতিকর বলে দাবী অনেকের।

নরসিংদী সিভিল সার্জন ফারহানা আহমেদ জানান, বিএসটিআই এর অনুমোদন ছাড়া কোন প্রধান প্রসাধনী বা ক্যামিকেল পরীক্ষা ছাড়া ব্যবহার ঠিক নয়। আর অনুমোদন এসব পণ্য ছাড়া বাজারে বিক্রি দন্ডনীয়। এটা ব্যবহারে স্কিন ক্যন্সার, এলার্জিসহ চর্মজাতীয় রোগে আক্রান্ত হয়ে বড়ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাই বিএসটিআই এর অনুমোদন ছাড়া এসব প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

সরকারী অনুমোদন বিহীন শরীরের জন্য ক্ষতিকর ও মানহীন এসব প্রসাধনী বাজারে বিক্রির বিষয়ে প্রশাসনকে নজর দেয়ার দাবী সচেতন মহলের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.