× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

০৫ জুন ২০২৪, ১৫:৩০ পিএম

ছবি : প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত  সময় পার করছেন বীরগঞ্জ উপজেলার গরুর খামারিরা।  

বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত  গ্রামসহ বিভিন্ন স্থানে অনেকেই ছোট-বড় গরুর খামার তৈরি করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। বিগত বছরগুলোতে ভালো দাম পেয়ে থাকলেও এ বছর খামারিরা লাভ পাওয়া নিয়ে শঙ্কিত, সব ধরনের গো-খাদ্যর দাম বৃদ্ধি, এবছর প্রচন্ড খরতাপে বীরগঞ্জ উপজেলায় বিস্তীর্ন জমিতে প্রাকৃতিকভাবে জন্মানো দূর্বা (কাঁচা ঘাস) ও অন্যান্য চাষকৃত অধিকাংশ জমির কাঁচাঘাস রোদে পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় লাভ হবে না বলে মনে করছেন খামারিরা।

কিন্তু অন্যান্য ব্যবসার তুলনায় এ এলাকায় কৃষকরা গরু পালনে বেশি উৎসাহী হয়ে থাকেন, তাঁর কারণ একসাথে অনেক পুঁজি লাগে না, দিনে দিনে স্বল্প খরচ করার কারণে খামারিদের বাড়তি চাপ কম হয়, আর মাত্র কয়েক সপ্তাহ পরেই পবিত্র ঈদুল আজ্হা তাই কোরবানি ঈদকে সামনে রেখে তারা গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন।                

এ সময় কথা হয় শিবরামপুর ইউনিয়নে আজারি মিলনপুর  গ্রামের ক্ষুদ্র খামারি নেকবর আলী বলেন, বর্তমান হাট বাজারে সব ধরনের গো-খাদ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে তাছাড়া এবছর  এবার খামারিরা গো-খাদ্য হিসেবে হাট- বাজার থেকে ভুষি সহ বিভিন্ন শুকনো খাদ্যের ওপর অনেকটা নিভরশীল হয়ে পড়েছে। 

খামরিরা জানান, প্রতি বস্তা  ভূষি ১-২ হাজার টাকা , খড় ৫ থেকে ৬শত টাকা মণ, ফিড ২৫ কেজির বস্তা  ৮০০-১০০০ টাকা, গম চল্লিশ কেজি প্রতি বস্তা   ১০০০-১৫০০ টাকা, ভুট্টা ৪০ কেজির প্রতি বস্তা   ১৫০০-২০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রচন্ড খরতাপে জোগালে গরুর শরীরে তুলনামূলকভাবে মাংস বাড়ছে না। তাছাড়া সব ধরনের গো-খাদ্যের মূল্য  বৃদ্ধির কারণে গরুর উপর খরচ ভাঙছে বেশি তাই কোরবানির জন্য প্রস্তুতকৃত গরু, মহিষ, ছাগল, ভেড়ার আশানুরূপ দাম পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা।  

বীরগঞ্জ  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. ওসমান গনি জানান, নেকরব আলির খামার অনেক বড় ।  তিনি একজন দক্ষ খামারি।  তাঁকে দেখে গ্রামের অন্যান্যরা গরু পালনে উৎসাহিত হচ্ছেন। তার খামারের গরু উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। সামনে কুরবানি ঈদকে সামনে রেখে খামারিরা কম-বেশি লাভবান হবেন বলে তিনি আশাবাদী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.