× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যান্ড্রয়েডের জন্য গুগলের ছয় ফিচার

ডেস্ক রিপোর্ট।

২৮ আগস্ট ২০২৫, ১৫:০১ পিএম

ছবি: সংগৃহীত।

গুগল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে তার সাইটে। এবার নতুন ছয় ফিচার যুক্ত করেছে গুগল। অ্যান্ড্রয়েড ফোনের জন্য আনা হয়েছে এই ফিচারগুলো। গুগল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। যখন যা কিছু জানার দরকার সার্চ করছেন বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনে। মাত্র কয়েকটা শব্দ ফোনে টাইপ করেই জেনে নিতে পারছেন যাবতীয় তথ্য উপাত্ত। কী কী ফিচার যুক্ত হলো অ্যান্ড্রয়েডে-

গ্রুপ চ্যাট

গুগল মেসেজে এই গ্রুপ চ্যাটকে আরও উন্নত করে তুলেছে। ব্যবহারকারীরা দ্রুত তাদের ইউনিক নেম ও আইকন দিয়ে চ্যাট করা শুরু করতে পারেন এর মাধ্যমে। এই চ্যাট কাস্টমাইজ করা যাবে সহজেই। যারা একাধিক আরসিএস চ্যাট কাগলিং করেন, তাদের জন্য এটি একটি আনন্দদায়ক বদল। কাদের কাদের আরসিএস সক্রিয় করা আছে তাও দেখতে পাবেন আপনি। একটি নির্দিষ্ট গ্রুপ থ্রেডে কতক্ষণের জন্য নোটিফিকেশন মিউট করতে চান তা সেট করা যাবে এবার থেকে।

এআই চালিত ফটো এডিটিং

গুগল ফটোজেও অনেক আপডেট এসেছে। ইমেজ এডিটর রিডিজাইন করা হয়েছে। খুব সহজে এই নতুন ডিজাইনারের সাহায্যে আপনার ছবি এডিট করা যাবে। রিইমাজিন নামক টুলের সাহায্যে আপনার ছবিকে আপনি কীভাবে বদলাতে চাইছেন তা উল্লেখ করে বদলে নেওয়া যেতে পারে সেইমতো। এর ফলে বিগিনারদের জন্য ফটো এডিটিং অনেক সরল হবে।

স্মার্ট হোম

আপডেটেড গুগল হোম অ্যাপ এবার থেকে ডিভাইস-স্পেসিফিক কনট্রোল আনবে যা হোম গ্যাজেট নিয়ন্ত্রণ করতে আরও সুবিধে এনে দেবে। গুগল টিভির মাধ্যমে আপনার মনিটর ক্যামেরা দেখতে চাইছেন বা আপনার রান্নাঘরে স্পিকার কনট্রোল করতে চাইছেন, যখন যেটা দরকার আলাদা আলাদাভাবে করা যাবে। এর ফলে একই সঙ্গে সব ডিভাইস নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

সেফটি ফিচার্স

জগার, সোলো ট্রাভেলরদের জন্য গুগলের পার্সোনাল সেফটি অ্যাপ এখন আরও বেশি উপযোগী। অপরিচিত জায়গা ভ্রমণের সময়, বিপদে পড়লে এই অ্যাপের নতুন ফিচার্স সঙ্গে সঙ্গে পরিচিতদের ইমার্জেন্সি কল করে দেবে।

অদ্ভুত সব নতুন ইমোজি

গুগলবোর্ডের ইমোজি কিচেনে আরও অনেক নতুন ইমোজি জায়গা করে নিয়েছে যেগুলো একটিমাত্র ছবিতেই অনেক অনুভূতি বুঝিয়ে দিতে পারে।

ট্যাপ ইন

নিত্যযাত্রীদের জন্য গুগলের একটি নতুন আপডেট এসেছে। এখন আপনি চাইলে সিটি ট্রানসিট কার্ড ব্যবহার করতে পারেন ওয়্যার ওএস স্মার্টওয়াচের মাধ্যমে গুগল ওয়ালেট না খুলেই। ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীদের টগল কি দ্রুত সক্রিয় করে দেওয়া হবে এর মাধ্যমে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.