× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমড়ার উপকারিতা

ডেস্ক রিপোর্ট

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

আমড়া দারুণ একটি ফল। এ ফলে প্রোটিন, আয়রন ও ক্যালসিয়াম আছে। সেই সাথে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, আঁশ, আয়রন, থায়ামিন, রাইবোফ্লাবিনসহ আরও অনেক উপকারী উপাদান। পুষ্টিগুণসমৃদ্ধ এ ফল লিভারের জন্য অত্যন্ত ভালো। আমড়ায় থাকা ভিটামিন সি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সাপোর্ট করে। 

আমড়া খেলে আরও যেসব উপকার পাওয়া যায় - 

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমড়া খান। কেননা এতে প্রচুর ভিটামিন সি থাকে। এ ভিটামিন ভাইরাসজনিত সংক্রমণ, সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জা থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে। আমড়ার ভিটামিন সি ত্বক সুস্থ রাখে এবং বয়সের ছাপও কমায়।

দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার মতো সমস্যায় যারা ভুগছেন, তারাও আমড়া খান। আমড়ায় থাকা ক্যালসিয়াম ও ভিটামিন সি হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে। আবার খাবারে রুচি বাড়াতে, বমি বমি ভাব দূর করতেও আমড়া খেতে পারেন। 

আমড়ায় পর্যাপ্ত ভিটামিন কে ও কপার থাকে, যা হাড় মজবুত করতে সহায়তা করে। এছাড়া আমড়া পিত্তনাশক ও কফনাশক। আমড়ায় থায়ামিন থাকে, যা মাংসপেশী গঠনে ভূমিকা রাখে। 

যেভাবে খাবেন- আচার করে নয়, বরং পরিমাণমতো তাজা আমড়া খাওয়া ভালো। অতিরিক্ত টক বা ঝাল আচার লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।

যাদের গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আছে, তারা সীমিত পরিমাণে আমড়া খাবেন। এছাড়া লিভারের গুরুতর অসুখে (যেমন সিরোসিস, ফ্যাটি লিভার ইত্যাদি) আক্রান্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েটে আমড়া যুক্ত করা উচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.