ছবি: সংগৃহীত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের কৃতি সন্তান, চাঁদপুর-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ড.তোফাজ্জল হোসেন বলেছেন ,একটি আধুনিক, ন্যায়ভিত্তিক, সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তুলাই আমার লক্ষ্য। এমন একটি মতলব গড়া, যেখানে সমাজ হবে সততা, ন্যায় ও নীতির উপর প্রতিষ্ঠিত, অর্থনীতি হবে টেকসই ও কর্মসংস্থাননির্ভর, শিক্ষা ও স্বাস্থ্য হবে সবার জন্য সহজলভ্য, এবং তরুণ প্রজন্ম পাবে তাদের প্রতিভা বিকাশের অবারিত সুযোগ।আমি চাই এই পবিত্র ও মহৎ কাজে আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা, সমর্থন ও দোয়াই আমার শক্তি।
সবাই মিলে সততার সাথে কাজ করি, ন্যায়নীতিকে সামনে রেখে এগিয়ে যাই, এবং একসাথে গড়ে তুলি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, আধুনিক ও উন্নয়নশীল মতলব যেখানে প্রতিটি মানুষের স্বপ্ন হবে রাষ্ট্রের শক্তি, এবং মতলব হবে সবার জন্য গর্বের এক ঠিকানা।
৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের এক সাহসী সৈনিক, জবি ও ঢাবির একজন মেধাবী ছাত্র ড. তোফাজ্জল হোসেন ২০ তম বিসিএস-এর ভাইভা দিয়েই ২০০০ সালে উচ্চ শিক্ষার জন্য জাপানে চলেযান। যদিও তিনি বিসিএসএর তিনটি ক্যাটাগরিতেই সুযোগ পেয়ে ছিলেন, কিন্তু জাপান থেকে আর ফিরে আসেনি তিনি।
জাপানে তিনি The University of Aizu অরুঁ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ এমএস (M.S) ডিগ্রি অর্জন করেন এবং ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত জাপানের অন্যতম স্বনামধন্য Waseda Universityথেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI)-এ পিএইচডি Ph.D) ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি জাপানেরSIGMA Corporation-এ এমবেডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, Hitachi Ltd-এ সিস্টেম ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল ম্যানেজার, Machina Inc.-এ ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট এবং সর্বশেষ Microsoft Japan-Gi Data & AI ডিভিশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. তোফাজ্জলের পিএইচডি গবেষণার একটি জার্নাল পেপার বর্তমানে যুক্তরাষ্ট্রের NASAI Harvard University-এর যৌথ গবেষণা প্রকল্প “The SAO Astrophysics Data System (ADS))”-এ রেফারেন্স রিসার্স পেপার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এছাড়াও, ইংল্যান্ডের Walsh Medical Media এবং১৮০৭সালেপ্রতিষ্ঠিত আমেরিকার স্বনামধন্য Wiley & Sonsmnসহ আন্তর্জাতিক জার্নালে তার একাধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বিদেশে থেকেও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরআদর্শ, বেগম খালেদা জিয়ার অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এবং তারেক রহমানের সুখীও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নথেকেএকমুহূর্তও বিচ্যুতহননি।তাই বিদেশে থেকেও তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সরব থেকেছেন এবং আন্দোলন চালিয়েছেন। তার কাজের স্বীকৃতি, এবং বিশ্বমানের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে তারেক রহমানতাকে আরও আপন করে নিয়েছেন।
বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা” হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাপানে বিএনপি’র পক্ষে তার রাজনৈতিক কার্যক্রম: তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য-সমর্থন ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ইইউ-র ৭৫২ জন পার্লামেন্টে মেম্বারকে চিঠি প্রধান করেন তিনি।
আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের স্বৈরাচার সরকারের খুন- গুম, রাহাজানি ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সাহায্য করার আবেদন জানিয়ে রেজিস্ট্রি যোগে প্রায় ৪৫০টি চিঠি প্রধান করেন। ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচন, ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সাহায্য করার আবেদন জানিয়ে চিঠি, বাংলাদেশে খুন, গুম,ও ভোটবিহীন রাজনৈতিক অবস্থা জাতিসংঘের মহাসচিবকে চিঠি,বাংলাদেশের অবস্থা জানাতে জাপানের ডায়েট মেম্বারদের রিউ হরফুমির সাথে মিটিং,অবৈধ হাসিনা সরকারকে জাপানের দেওয়া সকল রাজনৈতিক ও অর্থনৈতিক সাহায্য সমর্থন তুলে দেওয়ার জন্য জাপানের ২০ তম পার্লামেন্ট মেম্বারকে অনুরোধ, জাপানের ৫০ জন পার্লামেন্ট মেম্বারকে চিঠি,তারেক রহমানের উপদেষ্টা ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের সাথে জাপানের ডায়েট মেম্বারদের মিটিংএর ব্যবস্থাকরে দেওয়া,জাপানের পার্লামেন্ট মেম্বার কউসুকে ইত সাহেবের মাধ্যমে জাপানের পররাষ্ট্রমন্ত্রী- পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিজি এশিয়া ও দক্ষিণ এশিয়া বিষয়ক সেক্ট্রারী ও ডিরিক্ট্রকদের সাথে কথা বলা, নিপ্পন ইসি ন কাই (জাপান রেষ্ট্রেসান পার্টির) মিটিংএ অংশগ্রহনকরে বাংলাদেশের অবস্থা তুলে ধরা,জাপান- বাংলাদেশ পার্লামেন্টধারী ফ্রেন্ডশিপ এসোসিয়েশান সভাপতি ও পার্লামেন্ট মেম্বার মিকি ওয়াতানাবে কে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানানো,inter parliamentary Unionহ এর ভাইস প্রেসিডেন্ট সুনিচি সুজুকি ও অন্যান্য প্রতিনিধিদের সাথে যোগাযোগ ও বাংলাদেশের বর্তমান অবস্থা তুলেধরা, ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচন, মিথ্যা মামলা, খুন, গুম ও ততত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের ইস্যুতে জাপান প্রেসক্লাবে সাংবাদিক সম্মেল,বাংলাদেশে হলি আরটিজান রেষ্ট্রুরেন্টে সন্ত্রাসী হামলায় ৭ জাপানিদের মৃত্যুর কারনে জাপানের টোকিও শহরে এক সমবেদনা ও শোক সভাকরা, নোবেল বিজয়ী ড. মো. ইউনুস এর সাথে মিটিং,স্বৈরাচারের বীরুধে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা, বেগম জিয়ার সাথে তার গুলশান অফিসে সাক্ষাত এবং রাজনৈতিক দিক নির্দেশনা গ্রহণ করা, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাপানের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে জাপানে বাংলাদেশ এমব্যাসি ঘেরাউ, আগস্টের গ্রনেড হামলা মামলায় মিথ্যা রায় ও মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদে জাপান পার্লামেন্ট ভবনের সামনে জাপান বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা, খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ সাজার প্রতিবাদে জাপানের ইকেবুকুর পার্কে প্রতিবাদ সমাবেশ, আন্তর্জাতিক গুম, হত্যা দিবস উপলক্ষে গুম হওয়া বিএনপির নেতাকর্মিদের ছবি নিয়ে জাপানে জাতিসংঘ ভবনের ও বিশ্ববিদ্যালয়ের সামনে অহস্থান কর্মসুচি, জাপান বিএনপির পক্ষ থেকে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন, এবং স্বাধীনতার ঘোষকের উপর ডকুমেন্টারি প্রদর্শন,আইটি রিলেটেড টেকনিক্যাল সাপোর্ট প্রদান, বহিরবিশ্বে বিএনপির নতুন মেম্বার সংগ্রহের জন্য একটি অনলাইন ভিত্তিক ওয়েব সাইট তৈরিকরা,বহিরবিশ্বে বিএনপির সতল মেম্বারদের ডাটাবেজ তৈরিকরা, বাংলাদশে ছাত্রদল ও যুবদলের পঙ্গু ও নিখোঁজ নেতা-কর্মিদেরকে আর্থিক সাহায্য প্রদান,বাংলাদেশকে BNRC ( Bangladesh Nationalist Research Council) কে আই টি ও ট্যাকনিক্যাল সাপোর্ট প্রদান, বিএনপির মিডিয়া সেল কে আইটি রিলেটেড টেকনিক্যাল সাপোর্ট প্রদান ইত্যাদি।
ড. তোফাজ্জল হোসেন রাজপথের সংগ্রামী সৈনিক, আধুনিক প্রযুক্তির বিশেষজ্ঞ, এবং দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তা বাদের একজন নিবেদিত প্রাণ যোদ্ধা। তিনি এখন প্রস্তুত — চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ)আসন থেকে বিএনপির মনোনয়ন পেলে জনগণের সেবা ও এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে।
ড. তোফাজ্জল হোসেনের স্বপ্ন একটি নতুন মতলব গড়া: তার ২৪ বছরের জাপান জীবনের অভিজ্ঞতা, শিক্ষা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আজ একটি স্বপ্ন লালন করছে — সেটি হলো মতলব উত্তর ও মতলব দক্ষিণকে জাপানের মতো একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে রূপান্তরিত করা। তার বিশ্বাস, উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি কেবল অবকাঠামো নয়, বরং সততা, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার উপর দাঁড়ানো একটি শক্তিশালী ও সুশাসিত কাঠামো। তাই তিনি চান মতলবকে এমনভাবে গড়ে তুলতে, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ, সম্মানিত ও গর্বিত বোধ করবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য থাকবে উন্নত জীবনের নিশ্চয়তা।তিনি চান মতলব হোক সততা, শান্তি ও উন্নয়নের প্রতীক। এখানকার প্রতিটি কাজ, প্রতিটি উন্নয়ন, প্রতিটি সেবা হোক জাপানের মতো দক্ষতা, কোয়ালিটি ও কমিটমেন্টের প্রতিফলন। সততা, ন্যায়নীতি ও উন্নয়নই মতলবকে বদলে দিতে পারে।
এক মতবিনিময়কালে ড. তোফাজ্জল হোসেন বলেন, একজন সেবক হয়ে, আমার ২৪ বছরের জাপান জীবনের শিক্ষা, অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান দিয়ে মতলব উত্তর ও দক্ষিণকে জাপানের মতো সততা, শান্তি, সমৃদ্ধি ও উন্নত এলাকায় পরিণত করতে। আমার স্বপ্ন হলো এমন একটি মতলব গড়া, যেখানে থাকবে সততা, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতা, শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়নের নিশ্চয়তা ও সবার জন্য সমান সুযোগ। আমি বিশ্বাস করি সততা, ন্যায়পরায়ণতা, দক্ষতা ও উন্নয়নই আমাদের প্রিয় মতলবকে বদলে দিতে পারে। এ পবিত্র পথে আপনাদের দোয়া, ভালোবাসা ও অকৃত্রিম সমর্থনই আমার শক্তি। আসুন, সবাই মিলে সততার সঙ্গে কাজ করে গড়ে তুলি একটিআধুনিক, ন্যায়ভিত্তিক, সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব। যেখানে প্রতিটি মানুষের স্বপ্ন হবে রাষ্ট্রের শক্তি, এবং মতলব হবে সবার জন্য গর্বের এক ঠিকানা।
ড. তোফাজ্জল হোসেন
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh