× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রকিপিডিয়া: ওপেন সোর্স ডিজিটাল বিশ্বকোষ

ডেস্ক রিপোর্ট

০৪ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম

ছবি:সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই প্রধান ইলন মাস্ক, নতুন এক ওপেন সোর্স ডিজিটাল বিশ্বকোষ তৈরির ঘোষণা করেছে।গ্রকিপিডিয়া নামের ওই প্ল্যাটফর্মটি হবে উইকিপিডিয়ার বিকল্প।

মাস্ক দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়াকে ‘বামপন্থী পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করে আসছেন। তার দাবি, এক্সএআইয়ের চ্যাটবট গ্রকের নামে তৈরি এই বিশ্বকোষ হবে উইকিপিডিয়ার তুলনায় অনেক উন্নত।

গত মঙ্গলবার এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “এক্সএআই-য়ে যোগ দিন এবং গ্রকিপিডিয়া তৈরিতে সাহায্য করুন। এটি হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক ভালো একটি ওপেন সোর্স জ্ঞানভাণ্ডার। সবাই ব্যবহার করতে পারবে, কোনো সীমাবদ্ধতা থাকবে না। ”

মার্কিন সংবাদ প্রকাশনা ‘নিউ ইয়র্ক পোস্ট’ লিখেছে, উইকিপিডিয়াকে আক্রমণ করা মাস্কের জন্য নতুন কিছু নয়।

২০২৩ সালে একশ কোটি ডলারের বিনিময়ে উইকিপিডিয়া কেনার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

গত বছর তিনি সাইটটিকে ‘অচল’ বলেও সমালোচনা করেন, কারণ সেখানে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্যাসিজম’ নামে একটি পেইজ তৈরি হয়েছে। সেই পেইজে ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট হিসেবে ধরা যায় কি না এ নিয়ে রাজনৈতিক ও একাডেমিক বিতর্কও হয়েছে।

এদিকে এ সপ্তাহে আবারও সমালোচনায় পড়ে উইকিপিডিয়া, কারণ প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার দীর্ঘদিন ধরে উইকিপিডিয়াকে ‘প্রচারণার মাধ্যম’ বলে আসছেন।

স্যাঙ্গার ২০০১ সালে উইকিপিডিয়া চালুর মাত্র এক বছর পর ২০০২ সালে এটি ছেড়ে দেন। তার অভিযোগ, উইকিপিডিয়া রক্ষণশীল ও লিবার্টারিয়ানদের টার্গেট করে সেন্সরশিপ চালাচ্ছে।

তিনিবলেন,“এখানে কয়েকশত অ্যাডমিনিস্ট্রেটরের একটি গ্রুপ আছে যারা ক্রমাগত এমন মানুষদের ব্লক করছে যাদের সঙ্গে তাদের মতাদর্শিক অমিল রয়েছে। 

স্যাঙ্গার স্বীকার করেন, এর পেছনে কোনো ‘পাপেট মাস্টার’ আছেন কি না এ বিষয়ে তিনি নিশ্চিত নন।

উদাহরণ হিসেবে তিনি সাবেক ইথেরিয়াম প্রোগ্রামার ভার্জিল গ্রিফিথের নাম উল্লেখ করেছেন। উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার জন্য ষড়যন্ত্র করেছেন, এমন অভিযোগে তিনি এখন কারাগারে রয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.