× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলেদের স্টাইলিশ আউটফিট

ডেস্ক রিপোর্ট

০৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৮ পিএম

ফ্যাশন ট্রেন্ড আসে-যাই। কখনো পুরোনোটা নতুন হয়ে ফিরে আসে, আবার নতুনটা পুরোনো হয়ে ফিরে যাই। ২০২৫ সালেও ঠিক এমনটাই হচ্ছে। পুরোনো, ক্ল্যাসিক কিছু কালার কম্বিনেশন আবার ছেলেদের ফ্যাশনে ফিরেছে- আরও বেশি স্টাইলিশভাবে। দুই রঙের কম্বোগুলো সহজ, স্মার্ট আর খুব একটা কষ্ট না করেই যে কোনো আউটফিটকে লেভেল আপ করে ফেলতে পারে।

চারকোল ও রাস্ট

চারকোল হলো সফট ব্ল্যাকের মতো- গাঢ় কিন্তু ভারী না। রাস্ট রঙটা একটু উষ্ণ, মাটির মতো-নজর কাড়ে, তবে অতিরিক্ত উজ্জ্বল নয়। রাস্ট রঙের টি-শার্টের সাথে চারকোল জ্যাকেট। চারকোল শর্টসের সাথে রাস্ট শার্ট। এই কম্বোটা যেমন মানায়, তেমনিই দারুণ লাগে।

নেভি ও ক্যামেল

নেভি আর ক্যামেল-এই দুই রঙ একসঙ্গে এক কথায় ‘ক্ল্যাসিক’। নেভি দেয় একটা পরিষ্কার ও গম্ভীর লুক, আর ক্যামেল আনে উষ্ণতা আর পরিপক্বতা।

নেভি পোলো শার্টের সাথে ক্যামেল চিনো প্যান্ট, কিংবা ক্যামেল কোট নেভি শার্টের উপর। ক্যাজুয়াল থেকে সেমি-ফর্মাল-সব জায়গাতেই মানিয়ে যায়।

অলিভ গ্রিন ও ব্ল্যাক

যারা একটু এজি লুক পছন্দ করেন, তাদের জন্য। অলিভ গ্রিন মানে ন্যাচারাল, একটু রাফ ভাব আছে। আর ব্ল্যাক তো সবসময়েই স্মার্ট। অলিভ জ্যাকেট ব্ল্যাক হুডির ওপর, অথবা ব্ল্যাক জিন্সের সঙ্গে অলিভ টি-শার্ট।

গ্রে ও বারগান্ডি

গ্রে এমন একটা রঙ, যা প্রায় সব কিছুর সাথেই মানায়। আর বারগান্ডি যোগ করে একটু ব্যক্তিত্ব ও স্টাইল।ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

ট্রাই করুন, গ্রে সোয়েটার বারগান্ডি প্যান্টের সঙ্গে। বারগান্ডি হুডির সাথে গ্রে জগার্স-ক্যাজুয়াল এবং স্মার্ট, দুইভাবেই দারুণ।

হোয়াইট ও বেইজ

যদি আপনি ক্লিন, ফ্রেশ লুক চান-হোয়াইট আর বেইজ আপনার বেস্ট ফ্রেন্ড।

হোয়াইট টি-শার্ট বেইজ চিনোর সঙ্গে বা বেইজ হুডি হোয়াইট স্নিকারের সঙ্গে। এটা বসন্ত আর গ্রীষ্মের জন্য একদম পারফেক্ট।

ব্রাউন ও লাইট ব্লু

এই কম্বোটা একটু রেট্রো ধাঁচের হলেও এখনো একেবারে মডার্ন ফিল দেয়। ব্রাউন আনে উষ্ণতা, আর লাইট ব্লু রাখে কুল ও হালকা। হালকা নীল শার্টের সাথে ব্রাউন প্যান্ট, বা হালকা ব্লু টি-শার্টের ওপর ব্রাউন জ্যাকেট।

ডেনিম অন ডেনিম

আগে যেটাকে ‘কানাডিয়ান টাক্সেডো’ বলা হতো, এখন সেটা আবার ট্রেন্ডে।

যেভাবে পরবেন- ডেনিমের দুই শেড মিশিয়ে। যেমন হালকা রঙের ডেনিম শার্টের সাথে গাঢ় ইন্ডিগো জিন্স। একটা নিউট্রাল টি-শার্ট বা একটু বোল্ড স্নিকার্স দিলে লুকটা আরও জমবে।

ব্ল্যাক ও ক্রিম

ব্ল্যাক-হোয়াইট কম্বো অনেক সময় একটু বেশি কনট্রাস্ট হয়ে যায়। সেখানে হোয়াইট-এর বদলে ক্রিম ব্যবহার করলে পুরো লুকটাই সফট আর আধুনিক লাগে। ব্ল্যাক সোয়েটারের সঙ্গে ক্রিম প্যান্ট বা ব্ল্যাক জিন্সের সঙ্গে ক্রিম হুডি।

কোবাল্ট ব্লু ও হোয়াইট

লাইট ব্লু-নেভি কিংবা অলিভ-বেইজ - অনেকদিনের পরিচিত কম্বো। এখন একটু পুরোনো লাগতে পারে। কিন্তু কোবাল্ট ব্লু আর চকচকে হোয়াইট- একেবারে পারফেক্ট।

প্যাস্টেল ইয়েলো ও লাইট ব্লু

বেইজ-ব্রাউন ভালো কম্বো হলেও একটু ম্লান লাগে। আর হোয়াইট-গ্রিন এখন আর ততটা স্টাইলিশ মনে হয় না। তার বদলে প্যাস্টেল ইয়েলো টি-শার্টের সঙ্গে লাইট ব্লু জিন্স সহজ, আর দারুণ চমকপ্রদ। প্রায় সবার গায়েই মানায় এই রঙ। যে কোনো সময় পরে নিলেই নিজের মধ্যে একটা ফ্রেশ ফিল আসবে।

মনে রাখবেন, স্টাইল শুধু কাপড়ের মধ্যেই সীমাবদ্ধ না। নতুন হেয়ারকাট, ফ্রেশ দাড়ি ট্রিম-ছোট ছোট পরিবর্তনেও আত্মবিশ্বাস বাড়ে। আপনি যেমনই হোন, নিজের পছন্দটাই আপনার স্টাইল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.