× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হারনো সিংহাসন ফিরে পাচ্ছেন সাকিব?

ক্রীড়া ডেস্ক

২২ জুন ২০২২, ২৩:৪৫ পিএম

টেস্ট র‍্যাঙ্কিংয়ের হারানো শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে এগিয়েছেন সাকিব আল হাসান। বুধবার হালনাগাদকৃত আইসিসি টেস্ট অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে এসেছেন এ বাঁহাতি।

৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব টপকে গিয়েছেন জেসন হোল্ডার ও রভিচন্দ্রন আশউইনকে। সাকিবের ওপরে রয়েছেন রভিন্দ্র জাদেজা। ৩৮৫ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতীয় এই তারকা।

উইন্ডিজ সফরে প্রথম টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব। অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে ৫১ ও ৬৩ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। পাশাপাশি বল হাতে উইকেট নেন একটি।

তাতে আইসিসি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে পেছনে ফেলেন আশউইন ও হোল্ডারকে।

সাকিবকে হাতছানি দিচ্ছে আরও একবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তবে সে পথ কিছুটা দীর্ঘ। কারণ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জাদেজার সঙ্গে সাকিবের পয়েন্ট ব্যবধান ৩৯।

সাকিবের সামনে রয়েছে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সেইন্ট লুসিয়া টেস্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.