× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৯২-এ বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক

২৩ জুন ২০২২, ২৩:৩১ পিএম

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন অব্যহত আছে। বৃহস্পতিবার ফিফা প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে আবার পিছিয়েছে বাংলাদেশ। চার ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৯২।

২০০৯ সালে বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ১৪৯। এরপর থেকে শুধুই অবনতি হয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ১৯৭ নম্বর অবস্থানে গিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ।

সবশেষ র‍্যাঙ্কিংয়ে ১৯২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

টেবিলের অন্য প্রান্তে রদবদল হয়েছে আর্জেন্টিনার। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছে লিওনেল মেসির দল। নতুন কোচ লিওনেল স্কালোনির অধীনে চার বছরে ৯ ধাপ এগিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার পয়েন্ট ১৭৭০.৬৫। দুইয়ে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৮২১.৯২ আর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮৩৭.৫৬।

ইতালিকে টপকে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছে স্পেন। আর পর্তুগালকে ৯ নম্বরে ঠেলে দিয়ে আটে উঠে এসেছে নেদারল্যান্ডস। উন্নতি হয়েছে জার্মানিরও। র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৬৫৮.৯৬ পয়েন্ট নিয়ে ১১তে অবস্থান করছে তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.