× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদ মাসুদ পাইলটের স্মৃতিতে সেন্ট লুসিয়া টেস্ট

মশিউর অর্ণব

২৪ জুন ২০২২, ০৪:৫৬ এএম

"বিদেশের মাটিতে টেস্টে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা। তবে, ২০০৪ সালের সেন্ট লুসিয়া টেস্টের গল্পটা একটা ভিন্ন। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছিলাম আমরা। প্রথম ইনিংসে হাবিবুল বাশার সুমন আর মোহাম্মদ রফিকের সেঞ্চুরিতে ৪১৬ রান তুলেছিলাম। জবাব দিতে নেমে ৩৫২ রানে অলআউট ক্যারিবিয়ানরা। আহা, ক্যারিবিয়ানদের বিপক্ষে লিড নেয়ার সে কি আনন্দ! দারুণ মনে আছে উইকেটের পেছনে থেকে ব্রায়ান লারা আর শিবনারায়ন চন্দরপলের ক্যাচ নিয়েছিলাম।"


"৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার মুগ্ধতা এখনো টের পাই। শেষদিকে মোহাম্মদ রফিক আর তাপসের সঙ্গে দারুণ দুটি পার্টনারশিপ হয়েছিলো আমার। ৩৩৫ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষনা। ১০৩ রানে অপরাজিত ছিলাম আমি। আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা অর্জন সেন্ট লুসিয়া টেস্ট, ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ।"

"আবার সেন্ট লুসিয়া টেস্ট, ঘুরে দাঁড়ানোর মঞ্চ সাকিব আল হাসানের বাংলাদেশের জন্য। অনেক শুভ কামনা রইলো প্রিয় উত্তরসুরীরা। দারুণ কিছুর আশা নিয়ে টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবো ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে।"



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.