× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লা লিগা সূচি চূড়ান্ত, প্রথম ‘এল ক্লাসিকো’ রিয়ালের মাঠে

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০২২, ০৫:১২ এএম

নির্ধারিত হয়েছে স্প্যানিশ লা লিগার ৯২তম আসরের সূচি। এবারের মৌসুম শুরু হবে ১৩ আগস্ট, যা চলবে ৪ জুন পর্যন্ত।

মৌসুমের প্রথম বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।  

ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হবে আলমেরিয়ার মাঠে। বার্সেলোনা শুরু করবে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে। নবম রাউন্ডে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। ১৫ অথবা ১৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২৬তম রাউন্ডে দ্বিতীয় বারের দেখায় ক্যাম্প ন্যু'তে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। ম্যাচটি মাঠে গড়াবে ১৮ অথবা ১৯ মার্চ। সবশেষ দেখায় অবশ্য কাতালানরা রিয়ালের বিপক্ষে জিতেছিল ৪-০ ব্যবধানে। কিন্তু শিরোপা জিততে পারেনি দলটি। রিয়ালই জিতে নিল লা লিগা ট্রফি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.