× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী গার্লস ক্যাডেট কলেজে পুরষ্কার বিতরণ

০২ জানুয়ারি ২০২২, ০২:৪৬ এএম

ফেনী গার্লস ক্যাডেট কলেজের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০১ জানুয়ারি) কলেজের সেন্ট্রাল খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন মিসেস শাম্মী আখতার।

প্রধান অতিথির বক্তব্যে জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। আজকের এই কষ্ট একদিন সফলতা এনে দেবে। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে।  
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে অভিভাবকরা ক্যাডেট কলেজে চ্যালেঞ্জিং জীবন জানা সত্ত্বেও উৎসর্গ করেছেন সেই অভিভাবকদের জন্য শ্রদ্ধা।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন কলেজ এ্যাডজুডেন্ট লে: কমান্ডার মো: এলতাস উদ্দিন। এর আগে ৩০ ডিসেম্বর বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোসাইন।

ক্রীড়ায় চ্যাম্পিয়ন হয় খাদিজা হাউজ। রানার্সআপ হয় আয়েশা হাউজ। ২০২১ সালে সার্বিকভাবে চ্যাম্পিয়ন  হয় খাদিজা হাউজ ও ফাতিমা হাউজ। আয়েশা হাউজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.