× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিএসজিতে ফিরছেন না মেসি

০২ জানুয়ারি ২০২২, ০৩:৩৭ এএম

এসেছিলেন ছুটি কাটাতে। বড়দিন উদযাপনের পরও বেশ কয়েকদিন জন্মভূমি আর্জেন্টিনাতে বেশ আনন্দের সময়ই কেটেছে লিওনেল মেসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই টের পাওয়া গেছে সেসব।  তবে ছুটির পালা শেষ। বড়দিন পাড় করে ইংরেজি নতুন বছরও চলে এসেছে। এবার পালা খেলায় ফেরার। কিন্তু আতঙ্কে নাকি ফ্রান্সে যেতে পারছেন না লিওনেল মেসি, এমন খবর দিয়েছে আর্জেন্টিনার কয়েকটি সংবাদ মাধ্যম। যদিও কারণ যে শুধু এটিই, সেটিও নিশ্চিত করেননি কেউ।

তবে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের দুই আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে ফ্রান্সে যাননি মেসি। আতঙ্কটা কীসের? ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের।

ইতোমধ্যে জানা গেছে পিএসজির পাঁচ ফুটবলারের করোনা হয়েছে। যদিও তাদের নাম এখনও প্রকাশ করেনি ক্লাবটি। এটি অবশ্য এখনও স্পষ্ট নয় আসল কারণ কী। ছুটি বাড়ানো হয়েছে নাকি শেষ মুহূর্তে বদলে গেছে সূচি।

নিজের স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জে ও তিন ছেলে থিয়েগো, মাতেও এবং সিরোকে নিয়ে আর্জেন্টিনায় এসেছিলেন মেসি। সম্প্রতি তাদের দেখা গেছে বেশ কয়েকটি পারিবারিক অনুষ্ঠানেও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.