× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন নিয়মের টি-টেন, সিপিএল বাদ দিচ্ছেন গেইল

স্পোর্টস ডেস্ক

২৮ জুন ২০২২, ০৫:৫৩ এএম

নতুন নিয়মের টি-টেন টুর্নামেন্ট খেলতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) বাদ দিচ্ছেন ক্রিস গেইল। ফলে ব্যাটিং দানবকে এই বছরে অনুষ্ঠেয় সিপিএলে দেখা যাবে না।

সেন্ট কিটসে সিক্সটি নামের এই টুর্নামেন্ট শুরু হবে ২৪ আগস্ট। চলবে ২৮ তারিখ পর্যন্ত। একই টুর্নামেন্টের আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি।

ফরম্যাট পুরনো হলেও নতুন নিয়মের কিছুটা উদাহরণ পাওয়া যাবে গেইলের কথায়, ‘এই বছর সংক্ষিপ্ততম সংস্করণ খেলতে যাচ্ছি। সিক্সটির বর্তমান উদ্ভাবন দেখতে আমি নিজেও মুখিয়ে আছি। দেখতে চাচ্ছি আসলে কীভাবে খেলা হবে। নির্দিষ্ট করে বললে মিস্টরি টিম বল এবং ১২ বলে দুটি ছক্কা মেরে তৃতীয় পাওয়ার প্লের সুবিধার বিষয়টি।’

টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারারও অংশ নেবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে তাদের অংশগ্রহণ করার কথা। সিরিজটি শেষ হওয়ার কথা ২১ আগস্ট। আশা করা হচ্ছে কিছু বিদেশি ক্রিকেটারও তাতে যোগ দেবেন।

এক নজরে সিক্সটির নতুনত্ব:

* ১০ উইকেটের বদলে প্রতিটি ব্যাটিং টিমের ৬ উইকেট থাকবে।

* প্রথম ১২ বলে দুটি ছক্কা মারতে পারলে ব্যাটিং টিম তৃতীয় পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারবে। অর্থাৎ শুরুতে পাওয়ার প্লে থাকবে ২ ওভার।

* প্রতিটি দলকে টানা ৫ ওভার বল করতে হবে একই প্রান্ত থেকে। সাধারণত প্রতিটি ওভার শেষে বোলিং প্রান্ত বদল হয়ে থাকে।

*নির্ধারিত ৪৫ মিনিটে কোনও দল ১০ ওভার বল করতে ব্যর্থ হলে শাস্তি হিসেবে শেষ ৬ বলে একজন ফিল্ডার অপসারণ করতে হবে।  

*রানের গতি বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখতে পারবেন সাধারণ দর্শকরাও। তারা অ্যাপ বা ওয়েব সাইটে ভোটের মাধ্যমে ‘মিস্টরি ফ্রি হিটের’ সময় নির্ধারণ করে দিতে পারবেন। এক্ষেত্রে সাধারণ ফ্রি হিটের মতোই ব্যাটার আউট হবেন না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.