× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব : সাকিব আল হাসান

মশিউর অর্ণব

২৯ জুন ২০২২, ০৫:৫৫ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২২, ০৫:৫৫ এএম

দুই ম্যাচের টেস্ট সিরিজে সামান্যতম প্রতিরোধও গড়তে পানেনি বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামা বাংলাদেশ দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে। টেস্ট শেষে আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিব মনে করেন, দলগত পারফরম্যান্সে কুড়ি ওভারের সিরিজ জেতা সম্ভব।

২, ৩ ও ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন বাঁহাতি অলরাউন্ডার, ‘এশিয়া কাপ খুব কঠিন হবে। যেখানে ভারত, পাকিস্তান আছে; আফগানিস্তানও খেলবে, যারা বর্তমানে এশিয়ার ভেতরে অনেক ভালো দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে ভালো করছে। আমাদের অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে। তবে আমি বিশ্বাস করি, দলগতভাবে খেললে আমাদের সিরিজ জেতা সম্ভব।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে গুরুত্ব দিচ্ছেন সাকিব, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করলে এটা (দ্বিপাক্ষিক সিরিজ) খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এশিয়া কাপ খেলবো, তারপর বিশ্বকাপ। আমাদের খুব বেশি সময় নেই। সেই জায়গা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য এশিয়া কাপে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক দলের বিপক্ষে খেলতে পারা আমাদের বড় চ্যালেঞ্জ হবে। এখানে ভালো করতে পারলে আত্মবিশ্বাসটা শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপে কাজে আসবে। ভালো মাইন্ডসেট নিয়ে শ্রীলঙ্কা যেতে সাহায্য করবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.