× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জ মেয়র কাপ

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ)

০৩ জানুয়ারি ২০২২, ০০:৩১ এএম

 সিরাজগঞ্জ মেয়র কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বিকেল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে সিরাজগঞ্জ সদরের মুখোমুখি হয় রায়গঞ্জ উপজেলা।

বিপুল দর্শকের সমাগমের দ্বিতীয় সেমিফাইনালের নির্ধারিত সময়ে দুই দলই ২টি করে গোল করলে ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। পরবর্তীতে ট্রাইবেকারে ৪-৩ গোলে সিরাজগঞ্জ সদরকে পরাজিত করে রায়গঞ্জ।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রায়গঞ্জের গোলকিপার রুবেল।খেলা পরিচালনা করেন তৌহিদুল ইসলাম মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসূফ সূর্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা, গাজী সফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কার্য নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলু রহমান ফজলু, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসূফ জুয়েল, বিশিষ্ট সাংবাদিক চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সন্জয় সাহা, জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য ও ফুটবল উপ কমিটির সদস্য সচিব শাহনেয়াজ বাবু, শফি এমাম প্রমুখ।

 টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শাহজাদপুরকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারায় উল্লাপাড়া। আগামী ৪ জানুয়ারি বিকেল ৩ টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উল্লাপাড়া ও রায়গঞ্জের মধ্যে মেয়র কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.