× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তামিম-মাহমুদউল্লাহদের অন্যরকম ঈদ

মশিউর অর্ণব

০৯ জুলাই ২০২২, ১১:৩১ এএম

আজ (শনিবার) সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ পালিত হবে আগামীকাল (রবিবার)। সৌদি আরবের মতো দক্ষিণ আমেরিকা তথা ওয়েস্ট ইন্ডিজেও আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। ওয়ানডে সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ান অঞ্চলের গায়ানায় রয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানরা।

মাহমুদউল্লাহ ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালোভাবে ঈদের সময় কাটান, নিজের পরিবারের সাথে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিন।’

অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের আত্মত্যাগ কবুল করুন।’

সতীর্থদের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ডানহাতি পেসার এবাদত হোসেন লিখেছেন, ‘মুসলিম উম্মাহকে ঈদ মোবারক।’

শরিফুল একটি গ্রুপ ছবি আপলোড করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করুন, এটাই আমার চাওয়া। ধন্যবাদ।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.