× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩৮ বছর পর জাতীয় দল থেকে বাদ রানী হামিদ

অলিম্পিয়াডে বাংলাদেশ আছে, নেই দাবার রানী

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২২, ০৯:১২ এএম

১৯৮৪ সাল থেকে বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। তখন থেকেই খেলে আসছেন কিংবদন্তিতুল্য দাবাড়ু রানী হামিদ। যার ব্যতিক্রম হতে যাচ্ছে এবার। দল ভারতের চেন্নাইয়ে যাচ্ছে তাকে ছাড়াই। অর্থাৎ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ আছে, অথচ রানী হামিদ নেই, এমন ঘটনা ঘটতে যাচ্ছে প্রথমবারের মতো। আগামী ২৮ জুলাই থেকে ১০ আগস্ট বিশ্ব দাবা অলিম্পিয়াডের ৪৪তম আসর হতে যাচ্ছে। সাধারণত দাবার জাতীয় দল গঠন হয়ে থাকে জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে। রানী হামিদ সবশেষ চ্যাম্পিয়নশিপে ভালো ফল করতে পারেননি। ফলে সেরা পাঁচের মধ্যে থাকতে না পারায় অলিম্পিয়াডগামী দলে জায়গা হয়নি তার।

অবশ্য বয়স হয়ে গেলেও বসে থাকতে নারাজ রানী হামিদ। খেলাটা চালিয়ে যেতে চাচ্ছেন উপভোগের মন্ত্রে। দুই বছর পর এই অলিম্পিয়াডেই ফিরতে চাইছেন। সেই পথটা যে কঠিন, তা বুঝতে পারছেন ২০ বারের জাতীয় চ্যাম্পিয়ন। তিনি বলেন, ‘এখন বয়স হয়েছে। শুধু খেলার জন্য খেলবো, আনন্দ পাওয়ার জন্য খেলবো। আগামীতে সুযোগ পেলে ভালো লাগবে। তবে নতুন অনেক খেলোয়াড় আছে, পথটা অনেক কঠিন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.