× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমনওয়েলথ গেমস টেবিল টেনিস

প্রথমবার খেলতে নেমেই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই ২০২২, ০২:৫৩ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমস টেবিল টেনিসে প্রথম বারের মতো খেলতে এসে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছেলেদের দলগত প্রতিযোগিতায় শেষ আট নিশ্চিত করেছে হৃদয়-রামহিমরা। বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩-২ সেটে হারিয়েছে গায়ানাকে।

প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহিম জুটি হারিয়েছে ফ্রাংকলিন ও ভ্যান লাঙে জুটিকে। তারা ৩-২ সেটে ম্যাচ জিতেন। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ ব্যাবধানে হেরে যান ব্রিটনের কাছে।‌ কিন্তু তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যাবধানে ভ্যান লাঙেকে হারিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে রামহিমকে চতুর্থ ম্যাচে ৩-০ তে হারিয়ে খেলা জমিয়ে তোলে গায়ানা। 

ম্যাচ নির্ধারণী সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাংকলিন। দারুন উত্তেজনা ছড়ায় সেই ম্যাচ। শেষ পর্যন্ত সাব্বির ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে বাংলাদেশকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে। 

বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের এই সাফল্যে তাৎক্ষণিক পুরস্কারের ঘোষণা দেন সেনাপ্রধান। প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানান তিনি। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.