× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ২০৬ রানের টার্গেট দিলো জিম্বাবুয়ে

মশিউর অর্ণব

৩০ জুলাই ২০২২, ০৮:৫৫ এএম । আপডেটঃ ৩০ জুলাই ২০২২, ০৯:০৫ এএম

উইকেট ব্যাটিং বান্ধব, স্পিনারদের জন্য সহায়তা কম। চেনা কন্ডিশনে শুরুতে ব্যাট করতে নামে স্বাগতিক জিম্বাবুয়ে। তবে শুরু ভালো হয়নি। ওপেনার রেগিস চাকাভা ফিরে যান ৮ রান করে। অন্য ওপেনার ক্রেগ আরভিন আউট হন ১৮ বলে দুই চারে ২১ রান করে। দলীয় রান তখন ৪৩। 

মেধেভেরে ও সিকান্দার রাজা চতুর্থ উইকেট জুটিতে ১০৬ রানের অসাধারণ জুটি গড়েন। রাজা খেলেন ২৬ বলে সাতটি চার ও চার ছক্কায় ৬৫ রানের অসাধারণ ইনিংস। ২৫০ স্ট্র্রাইক রেটে রান তোলেন তিনি। তিনে নামা মেধেভেরে ৪৬ বলে নয়টি চারে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান।  

শেষ পর্যন্ত এই দুইয়ের ব্যাটে ভর করে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০৫ রানের।

বাংলাদেশের হয়ে খরুচে ছিলেন প্রায় সব বোলারই। তাসকিন আহমেদ ৪ ওভারে ৪২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এছাড়া নাসুম আহমেদ ৪ ওভারে ৩৮, শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। টাইগার বোলারদের ভেতর সর্বোচ্চ ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে এই পেসার ৫০ রান দিয়ে নেন দুটি উইকেট। পার্ট টাইম স্পিনার মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেন কিছুটা ভালো বোলিং করেছেন। সৈকত ৩ ওভারে ২১ রান দিয়ে নেন একটি উইকেট। আফিফ এক ওভার বোলিং করে ৬ রান দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.