× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলে থেকে ‘বাদ’ পড়েনি মুশফিক-মাহমুদউল্লাহ: পাপন

মশিউর অর্ণব

০১ আগস্ট ২০২২, ০৪:৩৪ এএম

জিম্বাবুয়ে সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে নেই আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

সাকিব আল হাসান পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।  

অনেকেই ভাবছেন, এই সিরিজ দিয়েই নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। হয়তো টি-টোয়েন্টিতে এখানেই থামতে হচ্ছে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। তার মতে, এখনও বাদ পড়েননি কেউ।  

আইসিসি সভাশেষে দেশে ফিরে পাপন বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এক্সপেরিমেন্ট করা হবে, আগেই ঠিক করা ছিল। এখন সাকিব তো এই দলে নেই, ও কী খেলবে না? সে তো বিশ্বকাপ খেলবে। এখানে আরও সিনিয়র ক্রিকেটার আছে। মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকেই বাদ দেওয়া হয়নি। ’

‘সমস্যা হচ্ছে কী, একটা খেলোয়াড়কে আমি যদি একজন না গিয়ে, দুইজনকে পাঠাই, তাহলেও কিন্তু জায়গায় পরিবর্তন হচ্ছে না। ব্যাটিং নিয়ে বলছি, ব্যাটিংয়ে যারা সবসময় খেলে, ওই জায়গায় পরীক্ষা করে দেখছি যে বিকল্প কী আছে। ’

সোহানকেও ঠিকঠাক মনে হচ্ছে পাপনের। বলেছেন, ‘উদাহরণস্বরূপ, এখন পর্যন্ত তো মনে হচ্ছে সোহান ভালো। আমাদের টি-টোয়েন্টির জন্য সে ফিট মনে হচ্ছে। কিন্তু এটা একটা-দুটো খেলা দেখে তো বোঝা যাবে না। ও সেরা একাদশে থাকবে কি না আমরা কিন্তু জানি না যখন সবাই যোগ দেবে। ’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.