× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউরোর ফাইনালে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২২, ১৪:৪০ পিএম

ওয়েম্বলিতে জার্মানীর বিপক্ষে ইংল্যান্ডের নারী ইউরো ২০২২ চ্যাম্পিয়নশীপের ফাইনাল দেখতে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। পুরুষ ও নারী ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালের কোন ম্যাচে দর্শক উপস্থিতির এটা নতুন রেকর্ড।

পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে দর্শক উপস্থিতির থেকে কালকের এই রেকর্ড প্রায় দ্বিগুন বেশী ছিল।

এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ইউরোর এবারের আসরের শুরু করেছিল ইংল্যান্ড। ঐ ম্যাচে ৬৯ হাজার দর্শক ইংল্যান্ডের সমর্থনে মাঠে উপস্থিত হয়েছিলেন। এটাও একটি নতুন রেকর্ড। নারীদের কোন ম্যাচে এর আগে সর্বোচ্চ ৪১ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

পুরুষদের ইউরোপীয়ান চ্যাম্পিনশীপের ফাইনালে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৯ হাজার ১১৫ জন। ১৯৬৪ সালের ফাইনালের ঐ ম্যাচটিতে স্পেন ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.