× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক’ : তামিম ইকবাল

হারারেতে কাল প্রথম ওয়ানডে

মশিউর অর্ণব

০৪ আগস্ট ২০২২, ১১:০৮ এএম । আপডেটঃ ০৪ আগস্ট ২০২২, ১১:০৯ এএম

ওয়ানডে সিরিজের আগে একটা পরিসংখ্যান তামিমকে স্বস্তি দিতে পারে। ৫০ ওভারের ক্রিকেটে ২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে কখনোই হারেনি বাংলাদেশ। জিতেছে টানা ১৯ ম্যাচ।

এই পরিসংখ্যানের পরেও জিম্বাবুয়ের বিপক্ষে ‘জিতবই’ বলার অবস্থায় বাংলাদেশ এই মুহূর্তে নেই। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারার পর আত্মবিশ্বাসের জায়গাটা টলে যাওয়ারই কথা। তবে ওয়ানডে সিরিজে অন্য রকম কিছুর আশা করাই যায়। ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যই এর কারণ। যদিও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সতর্ক। হারার স্পোর্টস ক্লাবে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে সব সময়ই বিপজ্জনক দল।

তামিমের কথার তাজা প্রমাণ তো তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটাই। তিনি নিজেও বলছিলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্ট ইন্ডিজেও ওয়ানডে সিরিজ জিতে এই সংস্করণে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তামিমের নেতৃত্বে সর্বশেষ সাতটি ওয়ানডে সিরিজের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। সতর্ক তামিম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততেও সঠিক প্রক্রিয়া অনুসরণে জোর দিচ্ছেন, ‘এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি দলের তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দুএকটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিক দিয়ে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.