× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বিতর্ক’ ও ‘সাকিব’, যেনো পরস্পর সমার্থক শব্দ

মশিউর অর্ণব

১২ আগস্ট ২০২২, ০৭:৩৮ এএম । আপডেটঃ ১২ আগস্ট ২০২২, ০৭:৩৮ এএম

“সাকিব খবর দেখে না, খবর শুনে না, খবর তৈরি করে”- ভারতীয় বাংলা চলচ্চিত্রের একটা বিখ্যাত ডায়ালগ একটু বদলে দিলে, বেশ সুন্দর করে মিলে যাবে সাকিব আল হাসানের ক্যারিয়ারের সঙ্গে। 

বছরখানেক আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি নিজেও বলেছিলেন, সংবাদ মাধ্যমের প্রয়োজনেই যেন সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে রেখে দেয়া হয়, না হলে, এত নিউজের খোরাক যোগাবে আর কোন ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বীই নেই তাঁর। রেকর্ড বইয়ের পাতায় পাতায় খচিত এই নাম। ব্যাটিং-বোলিংয়ের বাইরে আরেকটি ’রেকর্ড’ও মনে হয় সাকিব আল হাসান অনেক আগেই করে ফেলেছেন। বিতর্কের রেকর্ড!

যার সর্বশেষ পর্বটি মঞ্চস্থ হচ্ছে এখন। যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বেটিং এবং ক্রিকেট–জুয়া। সপ্তাহখানেক আগেও যে ‘বেটউইনার’ নামটা বাংলাদেশে অপরিচিত ছিল, সাকিবের কল্যাণে তা এখন প্রায় সবারই জানা। এটাও মনে হয়, এখন আর কারও অজানা নেই যে এই বেটউইনার বেটিং আর ক্যাসিনোর ওয়েবসাইট। বাংলাদেশে বেটিং নিষিদ্ধ, অথচ এই বেটিং ওয়েবসাইটেরই শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করে নিজের ফেসবুক পেজে তা ঘোষণা করে দিয়েছেন সাকিব।

ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় থাকতে পছন্দ করেন সাকিব আল হাসান। সেটা হোক ইতিবাচক কিংবা নেতিবাচক। শিরোনামে থাকাটাই যেন মূল লক্ষ্য সাকিবের। ২০১০ এ শুরু হয়েছিল তার এই ভিন্ন পথ দিয়ে হেঁটে চলা। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন এক দর্শক সাইডস্ক্রিনের পাশে হাঁটতে থাকায়, ব্যাট উঁচিয়ে তাকে হুমকি দেন তিনি।

২০১৩ সালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক ম্যাচ চলাকালীন দর্শকের কটূক্তিতে খেপে যান সাকিব। গ্যালারিতে উঠে কলার চেপে ধরেন সে দর্শকের। পরে মাঠের নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে সুরাহা হয় ঘটনার। ২০১৪'তে দু দুটি ঘটনার জন্ম দেন তিনি। ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন টেলিভেশন ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ হন তিন ম্যাচ। একই বছর ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন এক দর্শককে পেটান সাকিব। অপরাধ, সাকিবের স্ত্রীকে নিয়ে কটূক্তি করেছিল সে দর্শক।

একই বছর আবার বিসিবির মুখোমুখি সাকিব। অনুমতিপত্র না নিয়ে সিপিএলে খেলতে যাওয়ায়, নিষিদ্ধ হন ৬ মাস। ২০১৫'তে বিপিএলের এক ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসদাচরণ করেও এক ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব।

২০১৯ এ তো ছাড়িয়ে যান সব কিছুকে। বাজিকরের সঙ্গে যোগাযোগের ঘটনা লুকিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পরেন সাকিব আল হাসান। ফিরে এসেও যে খুব ভদ্র ছেলেটি হয়েছিলেন তা কিন্তু নয়। ২০২১ এ ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে স্টাম্পে লাথি দিয়ে সমালোচিত হন সাকিব। নিষিদ্ধ হন তিন ম্যাচ।

এগুলো ছাড়াও নানা সময় বোর্ডের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছেন সাকিব। বিশ্বকাপের ফটোসেশনে অংশ না নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন ২০১৯ এ। বিপিএল ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটোসেশনেও আসেননি সাকিব। করেছেন বিজ্ঞাপণের শুটিং, ভেঙেছেন কোভিড প্রটোকল।

সম্প্রতি, বেটউইনার ইস্যুতে সাকিব যা করেছেন, তা জেনেশুনেই করেছেন। বিপুল অর্থের প্রলোভন ছাড়া যা করার আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবতে অবাক লাগে, ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা তো বেশি দিন আগের কথা নয়। সাকিবের বর্ণিল ক্যারিয়ারে যা বড় এক কলঙ্ক হয়ে আছে। এরপর তো বেটিং-ফিক্সিং নিয়ে ন্যূনতম বিতর্কের সম্ভাবনা আছে, এমন কিছু থেকে সাকিবের শত হস্ত দূরে থাকার কথা। কিন্তু এতকিছুর পরেও সাকিব কিনা টাকাকেই বড় করে দেখলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.