× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

১৬ জানুয়ারি ২০২২, ২৩:২৬ পিএম । আপডেটঃ ১৭ জানুয়ারি ২০২২, ০৩:১৯ এএম

অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১৬ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে রিয়াল। রিয়ালের হয়ে গোল দুটি করে যথাক্রমে লুকা মদ্রিচ এবং করিম বেনজেমা। ম্যাচের ৩৮তম মিনিটে মদ্রিচের এগিয়ে যায় রিয়াল। বিরতির পরও ৫২ মিনিটে স্পট কিকে ফরাসি স্ট্রাইকার বেনজেমা নিজেই গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।

নির্ধারিত সময়ের শেষ দিকে রাউল গার্সিয়ার হেড ডি বক্সের ভেতর এডের মিলিতাওয়ের হাতে লাগার পর রেফারি বিলবাওয়ের পেনাল্টির সংকেত দেন। ভিএআরের শরণাপন্ন হওয়ার পর মিলিতাওকে লাল কার্ড দেখানো হলে রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। তবে গার্সিয়ার নেয়া স্পট কিক দারুণ দক্ষতায় থিবো কর্তোয়া প্রতিহত করলে বিলবাও গোলের ভালো সুযোগ হাতছাড়া করলে একজনের কম দল নিয়েও শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.