× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিবের বিস্ফোরক মন্তব্যের যে ব্যাখ্যা দিলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৩, ০৫:৪৪ এএম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইস্পাহানিকে বিপিএলের টাইটেল স্পনসর ঘোষণা করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাকশন টিম বিষয়টি (ডিআরএস না থাকা) জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ, একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।’

যদিও সমালোচনাটা এরই মধ্যে পুরোনো হয়ে গেছে। বিপিএলের নবম আসরের শুরুতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকাটা বর্তমান ক্রিকেটের বাস্তবতায় বিস্ময়করই। সম্প্রতি সাকিব আল হাসান বিপিএলের হ-য-ব-র-ল অবস্থার সমালোচনা করতে গিয়ে নতুন করে ডিআরএস না থাকার প্রসঙ্গটি টেনে আনেন। সাকিবের সেই কথার সূত্র ধরে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে ডিআরএস না থাকার বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

এ ক্ষেত্রে বিসিবিও তাদের সীমাবদ্ধতা মেনে নিয়েছে। বিসিবি প্রধান নির্বাহীর কথা, ‘আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আমাদের প্রোডাকশন হাউস সেটা আনতে পারেনি। আমরাও এটা জানার পর নিজেদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই।’

ডিআরএস না থাকার আসল কারণ অবশ্য ভিন্ন। ১০ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ ‘এসএ২০’ শুরু হতে যাচ্ছে। ১৩ জানুয়ারি শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ‘টি-টোয়েন্টি লিগ আইএল টি-২০’।

দুটি লিগই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাধীন দলের অংশগ্রহণে হবে। সেখানে ডিআরএসও থাকবে। আর ডিআরএস পাওয়ার প্রতিযোগিতায় আইপিএল দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠেনি বিপিএল। এটাই কী ডিআরএস না থাকার আসল কারণ? নিজাম উদ্দিন চৌধুরীর উত্তর, ‘হতেই পারে। বিষয়টা অনেকটা ওই রকমই।’

প্রসঙ্গত, বুধবার সাকিব বলেছিলেন, 'চাইলেই সম্ভব বিপিএলের কাঠামো নতুন করে গড়ে তোলা। যা-তাভাবে এগিয়ে চলছে আসর। নেই প্রচারণা। শুরু হলে মানুষ জানতে পারবে।' এ ছাড়া অনিল কাপুরের বিখ্যাত সিনেমা 'নায়ক' এর রেফারেন্স টেনে এনে সাকিব যোগ করেন, এখানে আসলে না পারার কিছু নেই! আসলেই কী নেই?

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.