× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোর্টে ফেরা সম্ভব কিনা তা এখনও জানেন না ফেদেরার

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৫ এএম

আগামী এপ্রিল-মে মাস নাগাদ নিজের ভবিষ্যত নিয়ে নিশ্চিত হবার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন সুইস সেনসেশন রজার ফেদেরার। এই সময়ের মধ্যে তিনি জেনে যাবেন আদৌ তার আর কোর্টে ফেরা সম্ভব কিনা।

৪০ বছর বয়সী এই সুইস তারকা গত বছর জুলাইয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের হাবার্ট হারকাজের বিপক্ষে পরাজিত হয়ে বিদায়ের পর হাঁটুর অস্ত্রোপচারের কারনে আর খেলতে পারেননি। ক্যারিয়ারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার এ সম্পর্কে বলেছেন, ‘শক্তিশালী ও সম্পূর্ণ ফিট হয়েই আমি কোর্টে ফিরতে চাই। আর এজন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করছি। এ ব্যপারে সামান্য কিছু আপডেট দেয়া যেতে পারে, আমার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই/তিনটি মাস অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি এপ্রিল-মে নাগাদ সব স্পষ্ট হয়ে যাবে। নিজেকে ফিরিয়ে আনার জন্য মানসিক ভাবেও আমি প্রস্তুত আছি।’

২০২১ সালে মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন ফেদেরার। ২০২০ সালেও তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল। সে বছর তিনি মাত্র ৬টি ম্যাচ খেলতে পেরেছিলেন। দীর্ঘ অনুপস্থিতির কারনে তার র‌্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে। সাবেক এই নাম্বার ওয়ান এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৩০তম স্থানে অবস্থান করছেন।

এক ভিডিও কনফারেন্সে ফেদেরার বলেন, ‘আগামীকাল থেকে আবারো জিম শুরু করবো। নিজেকে ফিরিয়ে আনার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। কিছুটা ধীরে হলেও ভাল সময়ের অপেক্ষা আমাকে করতেই হবে। আমি আরো বেশী শক্তিশালী হয়েই ফিরতে চাই। এজন্য পরিবারসহ সংশ্লিষ্ট সবাই আমাকে দারুনভাবে সহযোগিতা করছে।’

গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপ জয়ের কৃতিত্ব অর্জণ করায় দীর্ঘদিনের বন্ধু ও প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে অভিনন্দন জানাতে ভুল করেননি ফেড এক্স। ৩৫ বছর বয়সী নাদালও সারা বছর জুড়েই ইনজুরির সাথে লড়াই করে সম্প্রতি কোর্টে ফিরেছেন। ফেদেরার বলেন, ‘কিছুদিন আগেও রাফা আমাকে বলেছিল সে খুব একটা সুস্থ অনুভব করছে না। অথচ আজ সে অস্ট্রেলিয়ান শিরোপা নিয়ে ঘরে ফিরেছে। সে আমাদের সকলের জন্যই অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে থাকবে।’

ফেদেরার ২০তম গ্র্যান্ড স্ল্যামের সর্বশেষটি এসেছিল ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে।




Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.