সম্প্রতি
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে দেওয়া পান্তের মেডিক্যাল আপডেটের ওপর ভিত্তি
করেই এমনটা অনুমান করা হচ্ছে। ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় হাঁটুর তিনটি
গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। দুটি সার্জারিতে নতুন করে দুটি জোড়া
লাগানো গেছে। তৃতীয় আরেকটি সার্জারি প্রয়োজন ৬ সপ্তাহ পর। তাই সব মিলে প্রায় ৬
মাসের মতো বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারার
সম্ভাবনাও এখন শঙ্কার মাঝে পড়ে গেছে। যেহেতু এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিটনেস ফিরে
পাওয়ারও একটা ব্যাপার জড়িত।
গাড়ি
দুর্ঘটনায় আহত হয়ে বিশ্বকাপের বছরটা যে এভাবে কাটাতে হবে তা বোধহয় পান্ত নিজেও
ভাবেননি। সুস্থ হতে একটু বেশি সময় লাগবে বলে গোটা বছরটাই ক্রিকেট ছাড়া থাকতে হবে
উইকেটকিপার ব্যাটারকে। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হচ্ছে, আইপিএলসহ বেশ কিছু টুর্নামেন্টে
তার হয়তো খেলা হবে না।
পান্তের
চিকিৎসকরা এখনও তার ফেরার বিষয়ে কোনও দিনক্ষণ জানাননি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা এতটুকু জানিয়েছেন, কমপক্ষে ৬ মাসের মতো মাঠের
বাইরে থাকতে হবে। পান্তের হাঁটুতে যে তিনটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মূলত নড়াচড়া ও
স্থিতিশীলতার জন্য কাজ করে। দুটি সার্জারিতে ‘পিসিএল’ ও ‘এমসিএল’ লিগামেন্ট জোড়া
নাগানো গেলেও এসিএলের জন্য কম করে হলেও ৬ সপ্তাহ সময় প্রয়োজন।