× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরাসি ওসমানের গোলে সেমিতে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৩, ০০:৪২ এএম

স্প্যানিশ সুপার কাপের পর আরও একটি শিরোপা জয়ের খুব কাছে চলে এলো বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে কাতালানরা। 

গতকাল বুধবার দিনগত রাতে কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারায় বার্সা।

শুরুতে ১০ জনে পরিণত হওয়া সোসিয়েদাদ প্রথমার্ধে রুখে দেয় বার্সাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে ওসমান দেম্বেলের করা একমাত্র গোলে জয় নিশ্চিত হয় জাভি হার্নান্দেজের দলের।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে কোনো সুযোগ না দিয়ে শুরু থেকে চেপে ধরে বার্সেলোনা। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল পেদ্রি-গাভিদের। প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা।

ম্যাচের ৪০ মিনিটে সার্জিও বুসকেটসকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস।

৫২ মিনিটে জুলস কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে জোরালো শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে।

এরপর আরও কয়েকটি আক্রমণ করেন গাভি-লেভানদোভস্কিরা। তবে গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় সোসিয়েদাদ। ফলে এই এক গোলের জয় নিয়ে লিগ কাপের সেমিতে উঠল বার্সেলোনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.