× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্জেন্টিনায় যাচ্ছেন জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯ এএম

ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা, লিওনেল মেসিদের দেশে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া।

আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস সোমবার রাতে এক ক্লাব অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে জানায় জামাল যোগ দিচ্ছেন সোল দে মাইয়োতে।

এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে খেলছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবের এক কর্মকর্তার কথায় মিলেছে ইতিবাচক ইঙ্গিত।

 “জামালের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে লিগের মাঝপথে এসে আমাদের সমস্যা হয়ে যাবে। নতুন করে খেলোয়াড় খুঁজতে হবে।”

এ বিষয়ে জানতে জামালের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা আবেগের প্রকাশ চাউর হয় চারদিকে। টিওয়াইসি স্পোর্টস সেটি ফলাও করে ছাপিয়েছিল।

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছিলেন। 

সেই ধারাবাহিকতায় দুদিন আগে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের প্রতিনিধিরা বাংলাদেশে আসেন। সোমবার দেশের শীর্ষস্থানীয় চারটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও সেরেছেন। সেখানে ইঙ্গিত মিলেছে দ্বিপাক্ষীক উদ্যোগে একাডেমি চালানো থেকে শুরু করে কোচ, উঠতি খেলোয়াড়দের বিনিময় এবং ট্রেনিং সুবিধা দেওয়া-নেওয়ার মতো বিষয়ও।

ফুটবল-মৈত্রীর জয়গানে ঢাকায় খুলেছে আর্জেন্টিনার দূতাবাস। ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।

এরই মধ্যে খবর এসেছে আর্জেন্টিনার ক্লাবে জামালের যোগ দেওয়ার বিষয়টি। ডেনমার্কে জন্ম নেওয়া ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার ডেনিস লিগেও খেলেছেন, এরপর জাতীয় দল হিসেবে নাড়ির টানে বেছে নেন বাংলাদেশকে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে জামাল গত বছর যোগ দেন শেখ রাসেলে। এর মাঝে তিনি ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও খেলেছেন।

এবার দেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার কোনো ক্লাবের খেলার সুযোগ ‘পেতে যাচ্ছেন’ জামাল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.