ক্রিকেটের
অভিজাত সংস্করণে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার নেতৃত্ব দিতে নামা টেম্বা বাভুমা সেঞ্চুরিয়ন
টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন! সঙ্গী হিসেবে তিনি পেয়ে গেছেন অস্ট্রেলিয়ার
মার্ক টেলর, পাকিস্তানের রশিদ লতিফ ও বাংলাদেশের হাবিবুল বাশারকে।
সুপারস্পোর্ট
পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাভুমার ‘গ্লানিমাখা’
রেকর্ডের দিনে ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের উইকেট পড়েছে ১৬টি।
দিন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১৭৯ রানে।
এইডেন মার্করামের
সেঞ্চুরিতে পরশু ৮ উইকেটে ৩১৪ রান তুলে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেদিনই
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসের দ্বিতীয় বলেই আলজারি জোসেফের বলে এলবিডব্লুর ফাঁদে
পড়েন বাভুমা। কাল দ্বিতীয় দিন স্বাগতিকরা শেষ দুই উইকেটে আরও ২৮ রান যোগ করে গুটিয়ে
গেছে।
জবাব দিতে
নেমে শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটে রেমন রেইফার ও জারমেইন ব্ল্যাকউডের জুটিতে ঘুরে
দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এক সময় ২ উইকেটে হারিয়ে ১২২ তুলে ফেলেছিল ক্যারিবিয়ানরা। এরপর
৩ উইকেটে ১৬৯। সেই দলটাই পরে আনরিখ নরকিয়ার গতিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সফরকারীরা
আর ৪৩ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়েছে। তাতে প্রথম ইনিংসে বাভুমার দল ১৩০ রানের
লিড নেয়।
দ্বিতীয় দফা
ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। আবারও প্রোটিয়াদের হাল ধরেছেন
মার্করাম। ৩৩ রানে অপরাজিত আছেন এই ওপেনার। বাকি চার সতীর্থ আসা–যাওয়ার
মধ্যে ছিলেন। সদ্য সাবেক টেস্ট অধিনায়ক ডিন এলগার তবু ১ রান করেছেন। অভিষিক্ত টনি ডি
জর্জি রানেই খাতায় খুলতে পারেননি। ডি জর্জিকে অনুসরণ করেছেন অধিনায়ক বাভুমাও। প্রথম
ইনিংসে দুই বল খেললেও এবার মেরেছেন গোল্ডেন ডাক। তাঁর ‘ঘাতক’
সেই জোসেফ। এর মধ্য দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লেখান ৩২ বছর বয়সী বাভুমা। আর দিনের
শেষ বলে আউট হন কিগান পিটারসেন।
অধিনায়কদের
জোড়া শূন্যর জন্য সেঞ্চুরিয়ান বিখ্যাত হয়ে থাকবে। এ নিয়ে ৪ অধিনায়ক এই মাঠে টেস্টের
দুই ইনিংসেই বিনা রানে আউট হলেন। ৩ জনই আবার দক্ষিণ আফ্রিকান। বাভুমার আগে বিব্রতকর
রেকর্ডের সঙ্গী হয়েছেন ফাফ ডু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্স। অন্যজন পাকিস্তানের সরফরাজ
আহমেদ।
টি–টোয়েন্টিতে
বাভুমার স্ট্রাইক রেট আহামরি নয়। ব্যাটিংয়ে নেই ধারাবাহিকতার ছাপ। সামর্থ্য নিয়ে অনেক
প্রশ্ন থাকলেও কী করে যেন দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন। তাঁর
নেতৃত্বে সর্বশেষ দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপও খেলেছে প্রোটিয়ারা।
তবে অধিনায়ক
হয়েও শুরুতে নিজ দেশের নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ তে অবিক্রীত ছিলেন বাভুমা। পরে
দল পেলেও নিজের সীমাবদ্ধতার জায়গাগুলো হয়তো ধরতে পেরেছেন। শেষ পর্যন্ত গত মাসে নিজ
থেকেই টি–টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিয়েছেন টেস্টের দায়িত্ব।
তবে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট পরীক্ষাতেও ব্যাট হাতে ‘ডাব্বা মেরেছেন’
বাভুমা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh