× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে যে দলে যোগ দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

০৪ মার্চ ২০২৩, ১৩:৪০ পিএম

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে খেলবেন সাকিব আল হাসান। 

শনিবার দলবদলে আনুষ্ঠানিকভাবে মোহামেডানের সঙ্গে চুক্তি করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অবশ্য এর আগেই গুঞ্জন উঠেছিল ঢাকা আবাহনীর হয়ে খেলবেন সাকিব। 

তবে মোহামেডানের কর্তৃপক্ষ জানিয়েছিল, অন্য কোনো ক্লাবের হয়ে নয়; বরং মোহামেডানের হয়েই খেলবেন সাকিব। সেটিই সত্য হলো। গত আসরেও সাদা-কালো শিবিরের হয়ে খেলেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

তাই তার আবাহনীতে খেলার গুঞ্জনে অবাক হয়েছিলেন অনেকে। গুঞ্জন পেছনে ফেলে মোহামেডানে যোগ দিলেন তিনি। বেশ কয়েক মৌসুম ধরে শিরোপাহীন দলটি। তাই ঐতিহ্যবাহী দলটিকে শিরোপা জেতাতে মরিয়া সাকিব। 

আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন আসরের।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.