আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে খেলবেন সাকিব আল হাসান।
শনিবার দলবদলে আনুষ্ঠানিকভাবে মোহামেডানের সঙ্গে চুক্তি করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অবশ্য এর আগেই গুঞ্জন উঠেছিল ঢাকা আবাহনীর হয়ে খেলবেন সাকিব।
তবে মোহামেডানের কর্তৃপক্ষ জানিয়েছিল, অন্য কোনো ক্লাবের হয়ে নয়; বরং মোহামেডানের হয়েই খেলবেন সাকিব। সেটিই সত্য হলো। গত আসরেও সাদা-কালো শিবিরের হয়ে খেলেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
তাই তার আবাহনীতে খেলার গুঞ্জনে অবাক হয়েছিলেন অনেকে। গুঞ্জন পেছনে ফেলে মোহামেডানে যোগ দিলেন তিনি। বেশ কয়েক মৌসুম ধরে শিরোপাহীন দলটি। তাই ঐতিহ্যবাহী দলটিকে শিরোপা জেতাতে মরিয়া সাকিব।
আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন আসরের।