× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইকিং করেও টিকিট বেচতে পারেনি বিসিবি

ক্রীড়া ডেস্ক

০৬ মার্চ ২০২৩, ১৪:০৪ পিএম

দেশের মাটিতে ভুলতে বসা সিরিজ হারের তেতো স্বাদ পেতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। তাতে প্রায় ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের মাটিতে কোনো সিরিজের সব ম্যাচে হারের শঙ্কায় পড়ে গেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। 

সিরিজের শেষ ম্যাচ সোমবার (০৬ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে এদিন মাঠে দর্শক উপস্থিতি নেই বললেই চলে। মাঠের সব গ্যালারি ফাঁকা, বলা যায় দর্শকের আকাল। স্টেডিয়ামের বাইরেও নেই উৎসুক মানুষের ভিড়। সাধারণত ঘরের মাঠে খেলা হলে দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে স্টেডিয়াম। তবে এবার বন্দরনগরীতে দেখা গেছে ভিন্ন চিত্র। 

কয়েক দশক ধরে বাংলাদেশের ম্যাচ কাভার করা জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক তাহমিদ অমিত আক্ষেপের সুরেই বলেন, সাকিব-তামিমসহ চার সিনিয়র ক্রিকেটার খেলছেন৷ প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন। জোফরা আর্চারদের মত তারকারা তাদের দলে। সেই ম্যাচ দেখার জন্য পুরো স্টেডিয়ামে ২০০ জন দর্শকও নেই। বিপিএলেও দর্শক ছিল না চট্টগ্রাম পর্বে। কী হলো! ভক্তরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সেখানে?

যদিও সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে শেষ ওয়ানডেতে দর্শকের আগ্রহ নেই খেলা দেখার। অবশ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে যাওয়াও এর পেছনে বড় কারণ হতে পারে। অবস্থা এতটাই বেগতিক যে, চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.