× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদিতে বাংলাদেশ ফুটবল দলের দুই প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ ২০২৩, ০০:৩৮ এএম

সৌদি আরবের মালাউই জাতীয় দল ও ওহুদ ক্লাবের বিপক্ষে দুটি আন অফিসিয়াল প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রথমটি ১১ মার্চ, পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। 

আসন্ন তিন জাতি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সৌদি আরবের মদিনায় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সৌদি আরবেই অনুশীলন করছে আফ্রিকান দেশ মালউই। সে সুযোগ নিয়েই দেশটির বিপক্ষে আন অফিসিয়াল ম্যাচ খেলতে যাচ্ছে হাভিয়ের ক্যাবরেরার দল। 

আরেক প্রীতি ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরবের দ্বিতীয় টায়ারের দল ওহুদ ক্লাব। ‘ফিফা প্রীতি ম্যাচ টায়ারের বাইরে দলের প্রস্তুতির জন্য দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

দুটিই হবে ক্লোজড ডোর ম্যাচ’— বলছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 

আগামী ২০ মার্চ সিলেটে শুরু হচ্ছে তিন জাতির আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ, ব্রুনাই দারুস সালাম ও সেশলস এ আসরে অংশগ্রহণ করবে। 

জুনে প্রস্তাবিত সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেই তিন জাতি প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ। এ আসরের প্রস্তুতির জন্য দল মদিনায় দল পাঠানো হয়েছে। গতকাল বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.