× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিনিসিউসের পারফর্ম্যান্সে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৩, ০৭:২৪ এএম

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন ভিনিসিউস। অ্যাসিস্ট ১০টি।

চলতি মাসে শুরুর দিকে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগের আগে আনচেলত্তি বলেছিলেন, ভিনিসিয়াস ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’ এবার বললেন, সে-ই সেরা।

“আমার কাছে সে বিশ্বের সেরা। আজ সে গোল করেনি, কিন্তু সে খুব ভালো খেলেছে এবং একটি গোল করিয়েছে।”

চ্যাম্পিয়ন্স লিগের গত তিন মৌসুমে মাত্র দুজন খেলোয়াড়ের একজন হিসেবে ১০টির বেশি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ভিনিসিউস (১৩ গোল ও ১০ অ্যাসিস্ট)। এই তালিকার আরেকজন হলেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (২১ গোল ও ১১ অ্যাসিস্ট)।

সবশেষ ব্যালন দ’অর-এর সেরার লড়াইয়ে অষ্টম হয়েছিলেন ভিনিসিউস। আর ফিফার বর্ষসেরা ফুটবলার খেতাবের তালিকায় ১১তম হন ব্রাজিলের হয়ে গত বিশ্বকাপে খেলা এই ফুটবলার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.