× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোলে ফিরলেন রোনালদো, আল-নাসরের জয়

ক্রীড়া ডেস্ক

১৮ মার্চ ২০২৩, ২৩:৩৩ পিএম

বেশ বাজে সময় যাচ্ছিল আল-নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচে একের পর এক মেজাজ হারিয়ে তিনি টানা খবরের শিরোনাম হয়েছিলেন। আগের ম্যাচে রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে দেখেছেন হলুদ কার্ড। তবে এবার স্বস্তি ফিরেছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার। তার গোলের সঙ্গে জয়ে ফিরল আল-নাসরও।

এর আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় নাসর। সেই ম্যাচসহ টানা তিন খেলায় রোনালদো গোলের দেখা পাননি। শনিবার (১৮ মার্চ) আভার বিপক্ষে সৌদি প্রো লিগে নামেন রোনালদোরা।

এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায়। ম্যাচের ২৬তম মিনিটে গোল খেয়ে বসে আল নাসর।আব্দুলফাত্তাহ আদাম আহমেদ গোলটি করেন। এরপর বারবার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হন রোনালদোরা। তাই আরেকটি হার নিয়েই তাদের মাঠ ছাড়ার শঙ্কা তৈরি হয়। দ্বিতীয়ার্ধেও একই ফলই আসতে থাকে।

অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ফ্রি-কিক থেকে পাওয়া অসাধারণ এক গোলে তিনি দলের ডেডলক ভাঙেন। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে নাসরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা।

এর আগে প্রো লিগের ম্যাচে আল-ইত্তিহাদের মাঠে হেরে নাসর লিগ টেবিলের শীর্ষস্থান হারায়। পরবর্তীতে গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলেও নেন কোচ।

তবে দলের প্রধান তারকার গোলে জয়ে ফিরেই ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে নাসর। এই জয়ে ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। শীর্ষে থাকা ইত্তিহাদের ১ পয়েন্ট বেশি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.