× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বাংলাদেশের পক্ষে ৪০০ রান করাটা অসম্ভব না’

ক্রীড়া প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৭:১৩ এএম

রানবন্যার সিরিজে শেষ ম্যাচে কি প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করবে বাংলাদেশ দল? বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চটজলদি উত্তর, ‘সম্ভব, এতে কোনো সন্দেহ নেই।’

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে অতীতে সর্বোচ্চ রানের নিজেদের রেকর্ড ভেঙেছিল বাংলাদেশ। পরের ম্যাচেই ৩৪৯ রান করে আগের ম্যাচের রেকর্ড ছাপিয়ে যায় তামিম ইকবালের দল। দুটিই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকার শীর্ষে। 

কীভাবে? উত্তরটা ডোনাল্ডের মুখেই শুনুন, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দুজন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের প্রসঙ্গও এসেছে ডোনাল্ডের কথায়, ‘এখানে যে উইকেট ছিল, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে আরও দ্রুত হয়। দারুণ স্ট্রোক প্লের জন্য আদর্শ এমন উইকেট। আপনি এখানে থিতু হলে ইনিংস বড় করা উচিত।’

ডোনাল্ড এরপর আবারও জোর দিয়ে বলেন, ‘হ্যা, এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.